ঢাকা শুক্রবার, ০৯ মে, ২০২৫

সীমান্তবর্তী এলাকা থেকে পালাচ্ছে ভারতীয়রা

রূপালী ডেস্ক
প্রকাশিত: মে ৮, ২০২৫, ০৯:২৬ এএম
বাড়ি ঘর ছাড়ছেন ভারতীয় সীমান্তবর্তী বাসিন্দারা ছবি: সংগৃহীত

ভারতে পাকিস্তানের হামলার পর ভারতের পাঞ্জাব রাজ্যের সীমান্তবর্তী গ্রামগুলো থেকে নিজেদের ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে পালিয়ে যাচ্ছেন নিয়ন্ত্রণ রেখার আশপাশের অনেক স্থানীয় বাসিন্দা। স্থানীয় বাসিন্দারা নিজেদের জিনিসপত্র ট্রাকে ভরে নিরাপদ গ্রামে বা আত্মীয়দের বাড়ি চলে যাচ্ছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, বাসিন্দারা নিজের ও পরিবারের নিরাপত্তার কথা মাথায় রেখে স্থান পরিবর্তন করছেন। তবে বেশিরভাগ পরিবারেই কয়েকজন সদস্য বাড়িঘর ও জমিজমার পাহারা দেয়ার জন্য থেকে যাচ্ছেন।

ভারতের একটি সীমান্তবর্তী জেলা ফিরোজপুরের হুসেনিওয়ালা সীমান্তের কাছে প্রায় ১২ থেকে ১৪টি গ্রাম রয়েছে। এ গ্রামগুলো সরাসরি ভারত-পাকিস্তান সীমান্তের সাথে সংযুক্ত।

ভারতের ঝুগে হাজারা সিং গ্রামের জিৎ সিং বলেন, 'মঙ্গলবার (৬ মে) মধ্যরাতে ভারত পাকিস্তানে হামলা চালায়। জবাবে পাকিস্তানও ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে হামলা চালায়। এখানে আমরা ভয়ের মধ্যে আছি। তাই আমরা আমাদের আত্মীয়দের বাড়িতে চলে যাচ্ছি।' 

এদিকে পাকিস্তানে ভারতের হামলার পর সীমান্তবর্তী ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের সুচেতগড় ও জেওরা ফার্ম গ্রাম থেকে বেশ কয়েকটি পরিবার অন্যত্র সরে গেছে।