ঢাকা বৃহস্পতিবার, ০৮ মে, ২০২৫

পাকিস্তান সফর এখনই স্থগিত নয়-বিসিবি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: মে ৮, ২০২৫, ০৯:৪১ এএম
পাকিস্তান বনাম বাংলাদেশ টি-টোয়েন্টি ম্যাচ ।। ছবি: সংগৃহীত

পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে ভারতের ক্ষেপণাস্ত্র হামলার পর দুই দেশের মধ্যে সামরিক উত্তেজনা চরম আকার ধারণ করেছে। পাল্টা আক্রমণ করেছে পাকিস্তানও। এমন পরিস্থিতিতে অনিশ্চয়তা তৈরি হয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের আসন্ন পাকিস্তান সফর নিয়ে। তবে এখনই সফর স্থগিতের কোনো সিদ্ধান্ত নেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বুধবার (৭ মে) বিসিবি সভাপতি ফারুক আহমেদ ও কয়েকজন পরিচালক মিরপুরে জরুরি সভায় বসেন। সভা শেষে জানানো হয়, পাকিস্তান সফর নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। ১০ মে পর্যন্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করবে বোর্ড। এরপরই সিদ্ধান্ত জানানো হবে।

আগামী ১৪ মে আমিরাতে দুটি টি-টোয়েন্টি খেলতে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশ দলের। সেখান থেকে পাকিস্তানে গিয়ে লাহোর ও ফয়সালাবাদে পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা।

এনিয়ে বিসিবি সভাপতি গণমাধ্যমকে বলেন, ‘আমরা ১০ মে পর্যন্ত পাকিস্তানের পরিস্থিতি পর্যবেক্ষণ করব। এরপর আবার বসব এবং পাকিস্তানে দল পাঠানো নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেব।’

এছাড়াও পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাথে বিসিবি নিয়মিত যোগাযোগ রাখছে বলেও জানান ফারুক।

এদিকে বর্তমানে পিএসএল খেলতে পাকিস্তানে অবস্থান করছেন বাংলাদেশের দুই ক্রিকেটার রিশাদ হোসেন ও নাহিদ রানা। ফলে যুদ্ধপরিস্থিতিতে তাদের নিরাপত্তার বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছে বিসিবির জরুরি সভায়।

বিসিবি সভাপতি জানান, দুই ক্রিকেটারই জানিয়েছেন যে তারা ভালো আছেন এবং এখন পর্যন্ত কোনো সমস্যায় পড়েননি।