পেহেলগাম আক্রমণের পর পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিতের দাবি করেছে পাকিস্তান। যার মধ্যে বিখ্যাত তিনটি অত্যাধুনিক বহুমুখী ফরাসি রাফাল জেট, একটি দ্বি-ইঞ্জিন রাশিয়ান মিগ-২৯ এবং একটি সু-৩০ যুদ্ধবিমান রয়েছে।
জানা গেছে, ধ্বংস হওয়া এই বিমানগুলোর দাম ৯৬৩ দশমিক ৩৮ মিলিয়ন মার্কিন ডলার। পাকিস্তানি টাকায় যার পরিমাণ প্রায় ২৭১ দশমিক ৬৭ বিলিয়ন।
গত ৪ মে রাফাল জেট প্রসঙ্গে বেশকিছু সংবাদমাধ্যম এবং বুলগেরিয়ান সামরিক বাহিনী থেকে জানা যায়, এ বছরের ২৮ এপ্রিল ভারত-ফ্রান্স ২৬টি রাফাল কিনতে ৭ দশমিক ৫ বিলিয়ন ডলার চুক্তি করেছে। এটি দুদেশের মধ্যে স্বাক্ষরিত এ যাবৎকালের সর্ববৃহৎ প্রতিরক্ষা চুক্তি।
একটি রাফাল জেটের দাম ২৮৮.৪৬ মিলিয়ন ডলার (পাকিস্তানি ৮১.৩৪৫ বিলিয়ন টাকা) এবং তিনটি বিমানের দাম ৮৬৫.৩৮ মিলিয়ন ডলার বা প্রায় ২৪৪.০৪ বিলিয়ন পাকিস্তানি রুপি।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি, টাইমস নাউসহ অনেক গণমাধ্যম এবং বুলগেরিয়ান সামরিক বাহিনী মতে, সম্প্রতি সু-৩০ যুদ্ধবিমানের প্রতি ইউনিটের দাম ৫০ মিলিয়ন ডলার (পাকিস্তানি ১৪.১ বিলিয়ন রুপি) জানায়।
মিগ-২৯ বিমানের এক ইউনিটের দাম ভারতের প্রতি ক্যারিয়ারের প্রায় ৪৮ মিলিয়ন ডলার (১৩.৫৪ বিলিয়ন রুপি)।
ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উক্তি উল্লেখ করে নয়াদিল্লি প্রায় ১ বিলিয়ন মার্কিন ডলারে ২১টি মিগ-২৯ বিমান কেনার অনুমোদন দেওয়ার কথা ২০২০ সালের ৩ জুলাই ‘মস্কো টাইমস’ সংস্করণে প্রকাশিত হয়েছে। অর্থাৎ প্রতি ইউনিট বিমানের দাম প্রায় ৪৮ মিলিয়ন ডলার দাঁড়ায়।