ঢাকা বৃহস্পতিবার, ০৮ মে, ২০২৫

এবার ভারতে পর্যটকবাহী হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

রূপালী ডেস্ক
প্রকাশিত: মে ৮, ২০২৫, ১২:১৮ পিএম
পর্যটকবাহী হেলিকপ্টার বিধ্বস্ত ছবি: সংগৃহীত

ভারতে উত্তরাখণ্ড রাজ্যের উত্তরকাশীতে একটি পর্যটকবাহী হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চারজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

বৃহস্পতিবার (৮ মে) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, বৃহস্পতিবার (৮ মে) সকালে উত্তরাখণ্ডের উত্তরকাশীতে ছয় পর্যটকবাহী একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়। তবে তাদের মধ্যে চারজন নিহত এবং দুইজন আহত হয়েছেন।

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি সামাজিক যোগাযোগ মাধ্যমে দুর্ঘটনার খবর শেয়ার করে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি তার পোস্টে জানান, 'যারা দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন, সৃষ্টিকর্তা তাদের আত্মাকে শান্তি দিন এবং শোকাহত পরিবারগুলোকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দিন।'

মুখ্যমন্ত্রী আরও জানান, আহতদের সর্বাত্মক সহায়তা দিতে এবং দুর্ঘটনার তদন্ত শুরু করতে তিনি প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। 

জানা গেছে, পর্যটকবাহী এই হেলিকপ্টারটি দেহরাদুন থেকে যাত্রীদের নিয়ে হরশিল হেলিপ্যাডের উদ্দেশ্যে যাত্রা করেছিল। 

প্রশাসন জানিয়েছে, দুর্ঘটনার পর রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনী ও জেলা প্রশাসনের দলগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে। এখনও উদ্ধার কার্যক্রম চলছে। এবং কী কারণে দুর্ঘটনা ঘটেছে, কারণ খতিয়ে দেখা হচ্ছে।