ঢাকা শুক্রবার, ০৯ মে, ২০২৫

আফরান নিশোর জন্মস্থানে ভালো যাচ্ছে না ‘দাগি’

বিনোদন ডেস্ক
প্রকাশিত: মে ৮, ২০২৫, ০৫:৩১ পিএম
জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। ছবি -সংগৃহিত।

আফরান নিশোর জন্মস্থান টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায়। এ কারণে তার সিনেমা নিয়ে সেখানকার দর্শকের উন্মাদনায় আবেগের প্রাধান্য বেশি।

তবে সেখানে কোনো সিনেমা হল নেই। তাই বলে কি নিজ এলাকার সন্তানের নতুন সিনেমা উপভোগ করবেন না তারা?

এই আফসোস ঘোচাতে স্থানীয় কয়েক জন উপজেলা কমপ্লেক্স ভাড়া করে নিশোর ‘দাগি’ প্রদর্শনের আয়োজন করেন।

গেল ২ মে প্রদর্শনী শুরু হয় সেখানে। সপ্তম দিনে জানা গেল নিশোর জন্মস্থানে ভালো যাচ্ছে না ‘দাগি’।

বিষয়টি নিশ্চিত করেছেন আয়োজকদের একজন হাদি চকদার।

তিনি বলেন, সিনেমাটি বেশি ভালো যাচ্ছে না। প্রতিদিন চারটি করে শো চালানোর কথা থাকলেও দর্শক কম বলে সেটি সম্ভব হচ্ছে না। দুই-তিনটা করে চালানো হচ্ছে। আগামীকাল শেষ দিন।

ভূঞাপুরে ‘দাগি’ মুখ থুবড়ে পড়ার বেশ কয়েকটি কারণ দেখছেন হাদি। তার কথায়, ‘এক মাস হলো সিনেমাটি মুক্তি পেয়েছে। আমাদের আনতে অনেক দেরি হয়েছে। তা ছাড়া ঈদের ছুটি শেষ। কর্মজীবীরা সব চলে গেছেন। এখন ধান কাটার মৌসুম। সবাই কাজে ব্যস্ত। পাশাপাশি এসএসসি পরীক্ষা চলছে। এসব কারণেই ভালো গেল না।

গেল বছর মুক্তিপ্রাপ্ত নিশোর প্রথম সিনেমা ‘সুড়ঙ্গ’ একইভাবে প্রদর্শন করা হয় ভূঞাপুরে। সে সময় তাদের উদ্যোগকে সাধুবাদ জানাতে অভিনেতা নিজে উপস্থিত হয়েছিলেন সেখানে। তবে এবার যাননি।

হাদি বলেন, নিশো ভাই এবার আসেননি। উনি ব্যস্ত আছেন। সম্ভবত। সে কারণেই সময় দিতে পারেননি এবার।

ভূঞাপুর স্বাধীনতা কমপ্লেক্সের দোতলায় ৭ দিনব্যাপী প্রদর্শিত হবে আফরান নিশো অভিনীত ‘দাগি’ সিনেমা।

এখানে প্রতিটি টিকিটের মূল্য ধরা হয়েছে ১০০ টাকা। আগামীকাল ৯ মে ভূঞাপুরে ‘দাগি’র শেষ দিন।