ঢাকা বৃহস্পতিবার, ০৮ মে, ২০২৫

চট্টগ্রামে আড়াই কোটি টাকার সরকারি জমি উদ্ধার

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: মে ৮, ২০২৫, ০৪:৫৯ পিএম
অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন প্রশাসনের কর্মকর্তারা। ছবি-রূপালী বাংলাদেশ

চট্টগ্রামের ফটিকছড়িতে অভিযান চালিয়ে আড়াই কোটি টাকা মূল্যের (৮ শতক) সরকারি জমিতে থাকা ১১টি অবৈধ দোকান উচ্ছেদ করা হয়েছে। 

বৃহস্পতিবার (৮ মে) সকাল ১০টার দিকে উপজেলার নাজিরহাট পৌরসভার ঝংকার মোড় এলাকায় এ অভিযান চালানো হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হক চৌধুরীর তত্ত্বাবধানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম অভিযান পরিচালনা করেন।

উপজেলা প্রশাসন জানায়, নাজিরহাট পৌরসভার ঝংকার মোড় সংলগ সরকারি ৮ শতক জমি উদ্ধার করা হয়েছে। জমিটি দীর্ঘদিন ধরে বিভিন্ন পক্ষ অবৈধভাবে ১১ টি দোকান করে ভোগ দখল করছিল। সকালে অভিযান চালিয়ে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। যার বর্তমান বাজারমূল্য প্রায় আড়াই কোটি টাকা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক চৌধুরীর বলেন, নাজিরহাট ঝংকার মোড় এলাকায় সরকারি জমিতে বিভিন্ন দখলদার অবৈধভাবে স্থাপনা নির্মাণ করে ভাড়া দিয়েছিল। বিষয়টি আমাদের নজরে আসলে উচ্ছেদ অভিযান চালানো হয়।