ঢাকা বৃহস্পতিবার, ০৮ মে, ২০২৫

পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলায় শতাধিক নিহত, দাবি ভারতের

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: মে ৮, ২০২৫, ০৪:৫০ পিএম
ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। ছবি-সংগৃহীত

পাকিস্তানে সামরিক হামলায় শতাধিক ‘সন্ত্রাসী’ নিহত হয়েছে বলে দাবি করেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

নয়াদিল্লিতে ভারতের সর্বদলীয় বৈঠকে এ কথা জানান তিনি।

একইসঙ্গে পাকিস্তান পাল্টা হামলা করলে আরও জোরালোভাবে ভারত প্রতিক্রিয়া জানাবে বলে রাজনাথ সতর্ক করেন।

বৃহস্পতিবার (৮ মে) সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রাজনাথ সিং আরও বলেন, ভারতের এই অপারেশন চলমান। অর্থাৎ যে কোনো হামলার জবাব দিতে দেশটি প্রস্তুত।

তিনি বলেন, ভারত সরকার আর হামলা চালাতে চায় না। তবে শত্রুর চালানো যে কোনো হামলার পাল্টা জবাব দেওয়া হবে।

এদিকে, ভারতকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি বলেন, গত রাতে পাকিস্তানে হামলা চালিয়ে ভারত ভুল করেছে, এর মূল্য দিতে হবে তাদের।

বুধবার (৭ মে) রাতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এমন হুঁশিয়ারি দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।

শাহবাজ শরিফ বলেন, ভারত হয়তো ভেবেছিল পাকিস্তান পিছু হটবে, কিন্তু তারা ভুলে গেছে, এটি এমন একটি দেশ, যারা তাদের মাতৃভূমির জন্য লড়াই করতে জানে।

ভারতীয় জেট বিমান ভূপাতিত করার দাবি করে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, ‘তাদের প্রতি আমাদের জবাব।’

তবে জেট বিমান ভূপাতিত করার বিষয়টি ভারতের পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি।