পাকিস্তানের তিনটি স্থানে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ভারত। এই হামলাকে ‘কাপুরুষোচিত আক্রমণ’ বলে আখ্যা দিয়েছেন পাক আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক (ডিজি) লেফটেন্যান্ট মেজর জেনারেল আহমেদ শরীফ চৌধুরী।
বুধবার (৭ মে) মধ্যরাতে সংবাদমাধ্যমে এ কথা তথ্য জানান তিনি।
আহমেদ শরীফ চৌধুরী বলেন, পাকিস্তানের কোটলি, বাহাওয়ালপুর ও মুজাফফরাবাদে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। বুধবার মধ্যরাতে কাপুরুষ শত্রুরাষ্ট্র ভারত বাহওয়ালপুরের আহমেদ ইস্ট এলাকা, কোটলি এবং মুজাফফরাবাদের সুবহানুল্লাহ মসজিদে আকাশ থেকে তিনটি স্থানে বিমান হামলা চালায়।
তিনি বলেন, ‘আমাদের সমস্ত যুদ্ধবিমানগুলো আকাশ প্রতিক্ষায় নিয়োজিত রয়েছে। ভারতের আকাশসীমার মধ্যে থেকে এই কাপুরুষোচিত ও লজ্জাজনক হামলা করা হয়েছিল। তাদের কখনই পাকিস্তানের আকাশসীমায় অনুপ্রবেশ করতে দেওয়া হয়নি।’
পাকিস্তানে আইএসপিআর’র মহাপরিচালক আরও বলেন, ‘আমি দ্ব্যর্থহীনভাবে বলতে চাই- পাকিস্তান তার নিজের পছন্দের সময় ও জায়গায় এর তীব্র প্রতিক্রিয়া জানাবে। এই জঘন্য উসকানির উত্তর দেওয়া হবে না। বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।’
এই হামলায় হতাহত ও ক্ষয়ক্ষতির এখনো নিরূপণ করা যায়নি। তবে ক্ষয়ক্ষতি বিষয়ে নিশ্চিত হওয়া চেষ্টা চলছে এবং তা পরবর্তীতে জানানো বলেও জানান তিনি।
নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে রাষ্ট্রীয় সম্প্রচারকারী পিটিভি নিউজের এক্স হ্যান্ডেলে জানিয়েছে, পাকিস্তান তার প্রতিশোধমূলক পদক্ষেপ শুরু করেছে।
ওই পোস্টে বলা হয়েছে, ‘কাপুরুষোচিত হামলায় এখন পর্যন্ত একজন নিষ্পাপ শিশু নিহত হয়েছে। একজন নারী ও পুরুষ গুরুতর আহত হয়েছেন। ভারত রাতের অন্ধকারে নিরীহ পাকিস্তানিদের লক্ষ্য করে এই কাপুরুষোচিত হামলা চালিয়েছে।’
সূত্র: দ্য ডন