ঢাকা বুধবার, ০৭ মে, ২০২৫

ঘরের মাঠে স্বপ্নভঙ্গ বার্সার, ফাইনালে ইন্টার মিলান 

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: মে ৭, ২০২৫, ০৩:৫৬ এএম
ছবি- সংগৃহীত

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে বার্সেলোনাকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে ইন্টার মিলান।

নানা নাটকীয়তার দিনে বার্সেলোনা তাদের ঘরের মাঠে ৪-৩ গোলে হেরে স্বরভঙ্গ হয় ফাইনালের।

এদিন খেলার শুরুতে ২ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় দু'দল। বিরতি থেকে দারুণ ক্যামবেক করে হ্যান্সি ফ্লিকের শীর্ষরা। পরপর গোল দিয়ে খেলার সমতা ফিরিয়ে আনেন বার্সা।

ম্যাচের ৮৭ মিনিটের মাথায় রাফিনহার গোলে ফাইনালের দারপ্রান্তে চলে যায় দলটি। তবে না! শুরু হয় আবারও ইন্টার মিলানের লড়াই।
খেলার অতিরিক্ত সময়ে  (৯৩) মিনিট আবারও গোল করে স্কোর ৩-৩ এ নিয়ে আসে ইন্টার।

এদিকে দুদলই মরিয়া ফাইনালের টিকিট নিশ্চিত করার জন্য।  খেলা নির্ধারিত ৯০ মিনিট পেড়িয়ে ৯৫ মিনিট শেষ। আবারও অতিরিক্ত ১৫ ও ১৫ মিনেটে গড়ায় ম্যাচ। অতিরিক্ত মিনিটে এসে আবার গোল করে বসেন ইন্টার। খেলার ৯৯ মিনিটে ডেভিড ফ্রাত্তেসির গোলে স্বপ্নের ফাইনালে পৌঁছে যায় ইন্টার মিলান।

এদিকে অ্যাগ্রিগেটে ৭-৬ গোলে এগিয়ে থেকে ফাইনালের টিকিট নিশ্চিত করে ইন্টার মিলান।