ঢাকা বুধবার, ০৭ মে, ২০২৫

ফিফার অনুমতি পেলেন বাংলাদেশের শমিত

এফ এ শাহেদ 
প্রকাশিত: মে ৬, ২০২৫, ০৯:২৫ পিএম
শসিত সোম। ছবি: সংগৃহীত

কানাডা প্রবাসী বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার শমিত সোম বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলার জন্য বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার অনুমোদন পেয়েছেন। এর আগে, চলতি মাসের ১ তারিখ কানাডা সকার অ্যাসোসিয়েশনের ছাড়পত্র পান তিনি। 

সোমবার (৫ মে) বাংলাদেশের পাসপোর্ট হাতে পাওয়ায় আগামী মাসের ১০ তারিখ হোমগ্রাউন্ডে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচেই এই তরুণের অভিষেক হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

এদিকে, মাঠের পারফরম্যান্সেও দ্যুতি ছড়াচ্ছেন শমিত সোম। কানাডিয়ান প্রিমিয়ার লিগের সর্বশেষ সপ্তাহের সেরা একাদশে জায়গা করে নিয়েছেন তিনি। কাভালরির হয়ে গত ম্যাচেই প্রথমবারের মতো অধিনায়কের আর্মব্যান্ড পরে মাঠে নেমেছিলেন এই সেন্ট্রাল মিডফিল্ডার।

গোল বা অ্যাসিস্ট না পেলেও ইয়র্ক ইউনাইটেডের বিপক্ষে ২-১ গোলের জয়ে তার পারফরম্যান্স ছিল নজরকাড়া। মূলত তার দুর্দান্ত মিডফিল্ড নিয়ন্ত্রণের ওপর ভর করেই কাভালরি প্রতিপক্ষের বিরুদ্ধে দাপুটে খেলেছে।

আর সেই কারণেই এই সপ্তাহে কানাডার ঘরোয়া লিগের সেরাদের তালিকায় স্থান করে নিয়েছেন শমিত।