আইপিএলে আইসল্যান্ডের কোনো ক্রিকেটার না খেললেও দেশটির ক্রিকেট বোর্ড ঋষভ পন্তকে নিয়ে একটি পোস্ট করেছে।
এবারের আইপিএলের ‘ফ্লপ’ একাদশে পন্তকে অধিনায়ক হিসেবে নির্বাচিত করেছে তারা। এ তালিকায় আরও ১১ জন ক্রিকেটারকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
আইসল্যান্ড ক্রিকেট বোর্ড তাদের সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে এই ‘ফ্লপ’ একাদশ ঘোষণা করেছে। সেখানে তারা লিখেছে, ‘বৃষ্টির দিনে আপনাদের সামনে আইপিএলের ফ্লপ একাদশ— রাহুল ত্রিপাঠী, রাচিন রবীন্দ্র, ঈশান কিষান, ঋষভ পন্ত (অধিনায়ক ও উইকেটরক্ষক), বেঙ্কটেশ আয়ার, গ্লেন ম্যাক্সওয়েল, লিয়াম লিভিংস্টোন, দীপক হুডা, রবিচন্দ্রন অশ্বিন, মাথিশা পাথিরানা, মহম্মদ শামি।’
শুধু তাই নয়, ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে মুকেশ কুমারের নাম উল্লেখ করে তারা মন্তব্য করেছে, ‘তিনি কোনো প্রভাব ফেলতে পারেননি।’
উল্লেখ্য, এবারের আইপিএল নিলামে লখনৌ সুপার জায়ান্টস ঋষভ পন্তকে সবচেয়ে বেশি দামে কিনেছে। দলটি তাকে ২৭ কোটি টাকায় কেনে।
দলের মালিক সঞ্জীব গোয়েন্কা তাকে অধিনায়ক নিযুক্ত করেছিলেন। তবে পন্ত ব্যাট হাতে এই আসরে একেবারেই হতাশাজনক পারফর্ম করেছেন।
আইপিএলের এ আসরে খেলা ১১টি ম্যাচে পন্ত মাত্র ১২৮ রান করেছেন। তার গড় ১২.৮০ এবং স্ট্রাইক রেট ৯৯.২২।