অনেক আমল রয়েছে, যা পালন করতে তেমন সময় লাগে না। একই সঙ্গে কষ্টও হয় না। তবে এ আমলের কারণে আল্লাহ তাকে ক্ষমা করেন দেন। শুধু তাই নয় আল্লাহ বান্দার সওয়াবের ঝুলি ভরে দেন।
আবু হুরায়রা (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘দুটি বাক্য এমন রয়েছে, যা বলা সহজ, পাল্লায় অনেক ভারী, আর আল্লাহর কাছেও অধিক পছন্দনীয়। বাক্য দুটি এই,
سبحان الله وبحمده سبحان الله العظيم
বাংলা উচ্চারণ: সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আজিম।
বাংলা অর্থ: মহান সেই আল্লাহ এবং সকল প্রশংসা তাঁরই। মহান তিনি, যিনি সর্বোচ্চ মর্যাদার অধিকারী। (বুখারি, হাদিস: ৬৪০৬)
হাদিসের অর্থ থেকেই এর মর্ম, গুরুত্ব ও ফজিলত বোঝা যায়। সহজ বিষয়, যা অনায়াসে পড়া যায়, অধিক পরিমাণে সওয়াব মেলার সাথে সাথে আল্লাহর পছন্দনীয় হওয়ার সুযোগ হাসিল হয়।
হজরত জাবের (রা.) থেকে বর্ণিত এক হাদিসে এমনই একটি দোয়া আরও সংক্ষিপ্ত আকারে বর্ণিত হয়েছে, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি ‘সুবহানাল্লাহিল আজিম ওয়া বিহামদিহি’ পাঠ করে, তার জন্য জান্নাতে একটি খেজুর গাছ রোপণ করা হয়।’ (তিরমিজি, হাদিস: ৩৪৬৪)
আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত আরেক হাদিসে রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যদি কেউ সকালে ও সন্ধ্যায় ১০০ বার করে ‘সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি’ বলে, তাহলে কেউ তার থেকে বেশি আমল নিয়ে কেয়ামতের দিন উপস্থিত হতে পারবে না।’
অন্য বর্ণনায় আছে, তিনি বলেন, ‘ওই ব্যক্তির গুনাহ (ছোট গুনাহ) যদি সমুদ্রের ফেনার থেকেও বেশি হয়, তাহলেও আল্লাহ তাকে ক্ষমা করে দেবেন।’ (মুসলিম, হাদিস: ৪/২০৭১, ২৬৯২; তিরমিজি, হাদিস: ৫/৫১১)