ঢাকা বুধবার, ০৭ মে, ২০২৫

হেফাজতকে দেওয়া লিগ্যাল নোটিশ প্রত্যাহার করে নিচ্ছেন ছয় নারী

রূপালী ডেস্ক
প্রকাশিত: মে ৭, ২০২৫, ০১:৫৭ এএম
এনসিপির নেত্রী সৈয়দা নীলিমা দোলা, দ্যুতি অরণ্য চৌধুরী, নীলা আফরোজ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব উম্মে রায়হানা, উম্মে ফারহানা, ক্যামেলিয়া শারমিন চূড়া এবং হেফাজতে ইসলামীর লোগো। ছবি- সংগৃহীত

নারীকে গালি দেওয়ার কারণে ধর্মীয় সংগঠন হেফাজত ইসলাম বাংলাদেশকে লিগ্যাল নোটিশ দিয়েছিলেন ৬ নারী।  এ নিয়ে তুমুল আলোচনা শুরু হলে দুঃখ প্রকাশ করে বিবৃতিও দেয় হেফাজত।

তবে হেফাজতের বিবৃতির বক্তব্যে প্রেক্ষিতে পাল্টা বিবৃতিও দেন ওই নারীরা।

কিন্তু সেই লিগ্যাল নোটিশ এখন প্রত্যাহার করে নিচ্ছেন তারা।

বিষয়টি রূপালী বাংলাদেশকে নিশ্চিত করেছেন নোটিশদাতা ও এনসিপি নেত্রী সৈয়দা নীলিমা দোলা।

মঙ্গলবার (৬ মে) রাতে এক ক্ষুদে বার্তায় নীলিমা দোলা জানান, তারা নোটিশটি উইথড্র (প্রত্যাহার) করছেন।

এ বিষয়ে জানতে চাইলে তিনি রূপালী বাংলাদেশকে বলেন, ‘ওই নোটিশে তাদের (নারী) কিছু উচ্চারণের বিষয়ে জবাব চাওয়া হয়েছিল। সেই জবাব তারা দিয়েছেন। এ নিয়ে আমরা ছয়জনই বসি। আমাদের সম্মিলিত সিদ্ধান্ত হয়, নোটিশটি প্রত্যাহারের।’

হেফাজতের বিবৃতির কিছু বক্তব্য নিয়েও পাল্টা বিবৃতি দিয়েছিলেন তারা, সে বিষয়ে নীলিমা দৌলা বলেন, আমরা তাদের সতর্ক করেছি। পাশাপাশি কোন বিষয়ে দ্বিমত থাকলে আমাদের সাথে বসতে বলেছি। তবে আপাতত লিগ্যাল নোটিশটি উইথড্র (প্রত্যাহার) করে নিচ্ছি।

প্রসঙ্গত, গত শুক্রবার (২ মে) বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে হেফাজতে ইসলাম বাংলাদেশের এক বিক্ষোভ সভায় সংগঠনটির এক নেতা নারীকে বাজে ভাষায় গালি দেন।

পরে গত সোমবার (৫ মে) গালি দেওয়ার কারণে হেফাজত ইসলামকে লিগ্যাল নোটিশ পাঠান ৬ নারী।

নীলিমা দোলা ছাড়া অন্য নোটিশ দাতারা হলেন, এনসিপির নেত্রী দ্যুতি অরণ্য চৌধুরী ও নীলা আফরোজ, সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব উম্মে রায়হানা, উম্মে ফারহানা ও ক্যামেলিয়া শারমিন চূড়া।

নোটিশে তুমুল আলোচনা তৈরি হলে গতকাল মঙ্গলবার (৬ মে) বিবৃতি দেয় হেফাজত। সেখানে দুঃখ প্রকাশ করে সংগঠনটি।

পরে একইদিন তাদের বিবৃতির কিছু বক্তব্যের আপত্তি জানিয়ে পাল্টা বিবৃতি দেন ওই নারীরা।

বুধবার (৭ মে) রাত সোয়া ১টার দিকে নীলিমা দোলা রূপালী বাংলাদেশকে বলেন, ‘আপাতত বিষয়টা মিটমাট হয়েছে।’