ঢাকা বুধবার, ০৭ মে, ২০২৫

শ্রীলঙ্কা সফরে তাসকিনকে পাওয়ার আশা বিসিবির

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: মে ৬, ২০২৫, ০৯:৫৯ পিএম
তাসকিন আহমেদ। ছবি- সংগৃহীত

চোটে জর্জরিত তাসকিন আহমেদের মাঠের বাইরে থাকার সময় আরও দীর্ঘ হচ্ছে। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে আসন্ন সফর থেকেও ছিটকে গিয়েছেন তিনি।

তবে স্বস্তির খবর হলো, আগামী জুনে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের আগেই এই পেসারের ফিট হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসকরা এমন ইঙ্গিতই দিয়েছেন।

আকিলিস টেন্ডনের চোটে ভোগা তাসকিনের সমস্যার জানার জন্য তাকে লন্ডনে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে একজন গোড়ালির সার্জন, ক্রীড়া চিকিৎসক ও ফিজিওথেরাপিস্ট তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেন। 

তাদের সম্মিলিত মতামতের ভিত্তিতে এ মুহূর্তে অস্ত্রোপচারের পরিবর্তে ধাপে ধাপে রিহ্যাব প্রক্রিয়ার ওপর জোর দেওয়া হয়েছে।

ইংল্যান্ড সফরে তাসকিনের সঙ্গে থাকা বিসিবির প্রধান চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী এক বিবৃতিতে জানিয়েছেন, ‘বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, তাসকিনের জন্য অস্ত্রোপচার ছাড়াই রিহ্যাবই এখন সবচেয়ে উপযুক্ত চিকিৎসা পদ্ধতি। 

রিহ্যাব সফলভাবে শেষ করতে পারলে আগামী জুনের শুরুতেই মাঠে ফিরতে পারেন তাসকিন। ফলে ১৩ জুন শ্রীলঙ্কা সফরে দলের সঙ্গে থাকতেও পারেন তিনি।

১৭ জুন সিরিজ শুরু হবে দুই ম্যাচের টেস্ট দিয়ে। এরপর রয়েছে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজও।