ঢাকা বুধবার, ০৭ মে, ২০২৫

জীবন বাজি রেখে প্যারিসে ইতিহাস গড়তে চায় আর্সেনাল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: মে ৬, ২০২৫, ০৮:২২ পিএম
আর্সেনাল কোচ মাইকেল আর্তেতা। ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে পিএসজির বিপক্ষে মাঠে নামার আগে আর্সেনালকে তাতিয়ে দিলেন কোচ মাইকেল আর্তেতা। ফাইনালে ওঠার লড়াইয়ে শিষ্যদের জীবন বাজি রাখার আহ্বান জানালেন তিনি।

প্রথম লেগে ১-০ গোলে পিছিয়ে থাকা আর্সেনাল বুধবার রাতে পিএসজির মাঠ পার্ক দে প্রিন্সে নিজেদের ভাগ্য নির্ধারণ করতে নামবে।

ম্যাচের আগে ইএসপিএনকে দেওয়া সাক্ষাৎকারে কোচ আর্তেতা বলেন, ফাইনালের হাতছানি তাদের রোমাঞ্চিত করছে। এবং এই সুযোগের জন্য জীবন উজাড় করে দিতে প্রস্তুত তারা।

তবে আর্সেনাল দলের একাধিক মূল খেলোয়াড় চোটে ছিটকে গেছেন। প্রথম লেগে বেঞ্চে ছিলেন চারজন একাডেমি ফুটবলার—যাদের মোট প্রিমিয়ার লিগ অভিজ্ঞতা মাত্র একটি ম্যাচ।

আর্তেতা আক্ষেপ করে বলেন, টানেলে ঢোকার সময় মূল দলের একাধিক খেলোয়াড়কে বাইরে দেখে তিনি হতাশ হয়েছিলেন।

এত প্রতিকূলতা সত্ত্বেও প্রথম লেগে দলের পারফরম্যান্সে গর্বিত কোচ। তিনি বলেন, গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের অনুপস্থিতি সত্ত্বেও দল যেভাবে লড়াই করেছে, তা তাকে মুগ্ধ করেছে।

অল্পের জন্য ম্যাচটি হাতছাড়া হওয়ায় তিনি এখনও আশাবাদী।

দলের মিডফিল্ডার পার্টে দ্বিতীয় লেগে ফিরে আসায় কিছুটা স্বস্তি ফিরেছে আর্সেনাল শিবিরে। বাকি খেলোয়াড়দের অভাব থাকলেও মাইকেল আর্তেতা স্পষ্ট করে জানিয়েছেন, তার দল প্যারিসের মাটিতে হৃদয় দিয়ে লড়বে এবং চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠার জন্য জীবন বাজি রাখবে।