কিছুদিন ধরে জল্পনা চলছিল ক্রিস্টিয়ানো রোনালদোর ছেলে ক্রিস্টিয়ানো জুনিয়র কোন দেশের জাতীয় দলে খেলবেন। তবে সব জল্পনার অবসান ঘটিয়ে ১৪ বছর বয়সী এই ফুটবলার তার পিতৃভূমি পর্তুগালের অনূর্ধ্ব-১৫ দলে ডাক পেয়েছেন।
বর্তমানে সৌদি ক্লাব আল নাসরের বয়সভিত্তিক দলে খেলা ক্রিস্টিয়ানো জুনিয়র এর আগে ম্যানচেস্টার ইউনাইটেড এবং জুভেন্টাসের যুব দলেও খেলেছেন।
এবার তিনি পর্তুগালের হয়ে খেলবেন ক্রোয়েশিয়ার ভ্লাটকো মারকোভিচ টুর্নামেন্টে। আগামী ১৩ থেকে ১৮ মে পর্যন্ত অনুষ্ঠিত এই টুর্নামেন্টে পর্তুগালের যুব দল জাপান, গ্রিস এবং ইংল্যান্ডের মুখোমুখি হবে।
সম্প্রতি আল নাসরের যুব দলের হয়ে দারুণ পারফর্ম করে সকলের নজর কেড়েছেন জুনিয়র রোনালদো। কিছুদিন আগে গোল করে বাবার ট্রেডমার্ক ‘সিউ’ উদযাপন করে সংবাদে এসেছিলেন তিনি।
ধারণা করা হচ্ছে, আল নাসরের বয়সভিত্তিক দলের সেই পারফরম্যান্সই তাকে পর্তুগালের অনূর্ধ্ব-১৫ দলে সুযোগ করে দিয়েছে। এখন দেখার বিষয়, বাবার পদাঙ্ক অনুসরণ করে ক্রিস্টিয়ানো জুনিয়র ভবিষ্যতে পর্তুগাল জাতীয় দলে জায়গা করে নিতে পারেন কিনা।