ভারত ও পাকিস্তানের পাল্টাপাল্টি হামলার জেরে দেশের শেয়ারবাজারে বড় ধস নেমেছে।
বুধবার (৭ মে) লেনদেনের শুরুতেই ১০ মিনিটের মধ্যে প্রধান সূচক ৭০ পয়েন্টের বেশি পড়ে যায়। প্রথম পাঁচ মিনিটের মধ্যেই সূচক পড়ে ৫০ পয়েন্টের বেশি।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, বাজার খোলার পর প্রথম পাঁচ মিনিটেই সূচক পড়ে যায় ৫০ পয়েন্টের বেশি। এরপর ১০ মিনিটের মধ্যেই ডিএসইএক্স সূচক কমে ৭০.৯৭ পয়েন্ট বা ১.৪৩ শতাংশ।
পাশাপাশি ডিএসইএস সূচক নেমে যায় ১৭.৫৮ পয়েন্ট বা ১.৬১ শতাংশ, আর ডিএস ৩০ সূচক কমে ২০.৯১ পয়েন্ট বা ১.১৪ শতাংশ।
সকালে লেনদেনের শীর্ষে আছে বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড, দ্বিতীয় স্থানে আছে এনআরবি ব্যাংক, তৃতীয় স্থানে আছে বিচ হ্যাচারি লিমিটেড।
প্রথম কয়েক মিনিটে দাম বেড়েছে মাত্র ৯টি শেয়ারের; দাম কমেছে ৩৩৪টি শেয়ারের; অপরিবর্তিত আছে ১৪টি শেয়ারের।