ঋণ ব্যবস্থাপনায় বিশৃঙ্খলা ও নীতি ও পলিসি বাস্তবায়নে দুর্বলতার অভিযোগের পর প্রিমিয়ার ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে নতুন পর্ষদ গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন পর্ষদে একজন উদ্যোক্তা পরিচালক এবং পাঁচ জন স্বতন্ত্র পরিচালক থাকছেন। আগের কোনো পরিচালককে নতুন বোর্ডে রাখা হয়নি।
মঙ্গলবার (১৯ আগস্ট) বাংলাদেশ ব্যাংক এক চিঠি দিয়ে প্রিমিয়ার ব্যাংককে এ সিদ্ধান্ত জানিয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের সহকারী মুখপাত্র শাহরিয়ার সিদ্দিকী জানান, প্রিমিয়ার ব্যাংকের বোর্ডে সুশাসনের অভাব, নীতি বাস্তবায়নের দুর্বলতা এবং ঋণ ব্যবস্থাপনায় মারাত্মক বিশৃঙ্খলা দেখা দেওয়ায় নতুন বোর্ড গঠন করা হয়েছে।
নতুন পরিচালনা পর্ষদে উদ্যোক্তা পরিচালক হিসেবে থাকছেন ডা. আরিফুর রহমান, স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন মো. ফোরকান হোসেন, সৈয়দ ফরিদুল ইসলাম, মো. সাজ্জাদ হোসেন, শেখ মোর্শেদ জাহান এবং এম নুরুল আলম।
তবে এখনও নতুন বোর্ডে কাউকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়নি; পরবর্তী বোর্ড সভায় সদস্যদের মধ্য থেকে একজনকে চেয়ারম্যান নির্বাচিত করা হবে।
চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান হেফজুল বারী মোহাম্মদ ইকবাল পদত্যাগ করেন। একই সঙ্গে তার ছেলে ও ভাইস চেয়ারম্যান মঈন ইকবালও পদ ছাড়েন।
ব্যাংক প্রতিষ্ঠার পর ১৯৯৯ সাল থেকে ইকবাল পরিবারের নেতৃত্বে পরিচালিত হওয়া ব্যাংকের পরিচালনা পর্ষদে এবার উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে।