পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ৮ মামলায় জামিন দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। পাকিস্তানের সেনা স্থাপনায় হামলার ঘটনায় এই মামলাগুলো করা হয়েছিল। বৃহস্পতিবার তিন সদস্যবিশিষ্ট বেঞ্চের প্রধান বিচারপতি ইয়াহিয়া আফ্রিদির নেতৃত্বে আদালত এ রায় দেন। বার্তা সংস্থা আনাদোলু বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, এর আগে প্রধান বিচারপতি ইয়াহিয়া আফ্রিদির নেতৃত্বে সুপ্রিম কোর্টের তিন সদস্যের বেঞ্চ লাহোর হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ইমরান খানের আপিল মঞ্জুর করেন, যা ২০২৩ সালের সহিংসতার সঙ্গে সম্পর্কিত আটটি মামলায় তার জামিন আবেদন খারিজ করে দেয়। এ অনুযায়ী অন্য কোনো মামলায় গ্রেপ্তারি পরোয়ানা না থাকলে ৭২ বছর বয়সি ইমরান খানকে মুক্তির নির্দেশ দেওয়া হয়েছে। তবে দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় তাকে কারাগারেই থাকতে হবে।
ক্রিকেটার থেকে রাজনীতিবিদে পরিণত হওয়া ইমরান খান দুর্নীতি থেকে শুরু করে সন্ত্রাসবাদ—এমন একাধিক মামলার মুখোমুখি হয়েছেন, যেগুলোকে তিনি ‘প্রহসন’ বলে আখ্যা দেন।
এরই মধ্যে তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) বহু নেতা, সংসদের বিরোধীদলীয় নেতা ও আইনপ্রণেতা একই ধরনের মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন।
২০২৩ সালের মে মাসে দুর্নীতি মামলায় ইমরান খানকে গ্রেপ্তারের পর তার সমর্থকরা সেনা সদর দপ্তরসহ (জেনারেল হেডকোয়ার্টার) বিভিন্ন সামরিক স্থাপনায় হামলা চালান।