ঢাকা সোমবার, ০৬ অক্টোবর, ২০২৫

জাপান উপকূলে ১২ ঘণ্টা পুড়ল মার্কিন নৌবাহিনীর জাহাজ

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২১, ২০২৫, ০২:১৭ পিএম
মার্কিন নৌবাহিনীর জাহাজে অগ্নিকাণ্ডের পর নিয়ন্ত্রণের চেষ্টা। ছবি- সংগৃহীত

জাপান উপকূলের কাছে মার্কিন নৌবাহিনীর একটি জাহাজে অগ্নিকাণ্ড ঘটেছে। টানা ১২ ঘণ্টা চেষ্টার পর বৃহস্পতিবার ভোরে এই অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনা হয়ে বলে জানিয়েছে মার্কিন সেনাবাহিনী। আগুন নেভাতে স্থানীয় জাহাজগুলো প্রায় সারারাত কাজ করেছে বলেও জানানো হয়। বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের সপ্তম নৌবহর এক বিবৃতিতে জানায়, ওকিনাওয়ার কাছে অবস্থানরত ‘ইউএসএস নিউ অরলিন্স’ জাহাজে বুধবার আগুন লাগে। এতে দুজন মার্কিন নাবিক আহত হন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে। তবে জাহাজের নাবিকরা এখনো সেখানেই অবস্থান করছেন।

২৪ হাজার ৪৩৩ টন ওজনের এই উভচর (জল ও স্থল) পরিবহণ জাহাজটির দৈর্ঘ্য ২০৮ দশমিক ৪ মিটার (৬৮৪ ফুট)। এটি বর্তমানে ওকিনাওয়ার হোয়াইট বিচ নৌঘাঁটির কাছে নোঙর করা রয়েছে।

এদিকে জাপান কোস্টগার্ড জানায়, প্রথমে মার্কিন সেনারা তাদের সহায়তা চাইলেও পরে তা বাতিল করে। তবে রাত সাড়ে ৭টার দিকে (গ্রিনিচ সময় রাত ১০টা ৩০ মিনিট) আবারও সহায়তা চাওয়া হয়।

জাপান কোস্টগার্ডের মুখপাত্র তেতসুহিরো আজুমাহিগা এএফপিকে জানান, কোস্টগার্ড, নৌবাহিনী ও বেসরকারি প্রতিষ্ঠানের চারটি জাহাজ রাতভর আগুন নেভানোর কাজে অংশ নেয়।

বর্তমানে জাপানে প্রায় ৫৪ হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে, যাদের বেশিরভাগই ওকিনাওয়ায় অবস্থান করছে।