ঢাকা সোমবার, ০৬ অক্টোবর, ২০২৫

চাপ না নিয়ে নিজের খেলাটা খেলতে চাই : সাইফ হাসান

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৬, ২০২৫, ০৪:৪৫ এএম
সাইফ হাসান। ছবি- সংগৃহীত

আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় ও শেষ টি–টোয়েন্টিতে যেন আগুন ঝরানো ইনিংস খেললেন সাইফ হাসান। তার বিধ্বংসী ব্যাটিংয়ে ৬ উইকেটের জয় নিয়ে সিরিজ শেষ করেছে বাংলাদেশ। দলের জয়ে বড় অবদান রেখে ম্যাচসেরার পুরস্কারও জিতে নেন এই ডানহাতি ব্যাটার।

১৪৪ রানের সহজ লক্ষ্য তাড়ায় নেমে শুরু থেকেই আত্মবিশ্বাসী ছিলেন সাইফ। ৩৮ বলে অপরাজিত ৬৪ রানের ঝড়ো ইনিংসে হাঁকান ৭টি ছক্কা ও ২টি চার। তার ইনিংসের ওপর ভর করে ৬ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে টাইগাররা।

পুরস্কার হাতে নিয়ে সাইফ বলেন, দলের জন্য অবদান রাখতে পেরে অবশ্যই খুশি। গত দুই বছর ধরে এমনভাবে ব্যাটিং করার চেষ্টা করছি। আমি সবসময় ব্যাটিংটা উপভোগ করার চেষ্টা করি, চাপ না নিয়ে নিজের খেলাটা খেলতে চাই।

নিজের ইনিংসের পাশাপাশি সতীর্থদের কৃতিত্ব দিতেও ভোলেননি তিনি। সাইফ বলেন, বোলাররা দারুণ করেছে। মাঠ ছোট হলেও তারা নিখুঁত বোলিং করেছে।

আমরা জানতাম, যদি ওদের ১৪০–এর মধ্যে আটকাতে পারি, তাহলে ম্যাচ আমাদের হাতেই থাকবে।

এই জয়ের মধ্য দিয়ে আফগানিস্তানের বিপক্ষে ৩–০ ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ। সামনে ওয়ানডে সিরিজকে ঘিরে আত্মবিশ্বাসী টাইগাররা। আবুধাবিতে আগামী ৮ অক্টোবর শুরু হবে দুই দলের মধ্যকার ওয়ানডে লড়াই।