সদ্য সমাপ্ত এশিয়া কাপের ট্রফি নিয়ে বিতর্কের জেরে এবার বিশেষ সম্মান পেতে চলেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রধান মহসিন নাকভি।
ভারতের কাছে ট্রফি হস্তান্তর না করে নিজের অবস্থানে অটল থাকার জন্য তাকে ‘শহীদ জুলফিকার আলি ভুট্টো এক্সিলেন্স গোল্ড মেডেল’ দেওয়ার ঘোষণা করা হয়েছে।
দুবাইয়ে অনুষ্ঠিত এশিয়া কাপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে ভারত শিরোপা জিতলেও, পুরস্কার বিতরণী মঞ্চে এক নজিরবিহীন নাটকীয়তা দেখা যায়।
রাজনৈতিক উত্তেজনার জেরে ভারতীয় দল এসিসি প্রধান মহসিন নাকভির হাত থেকে চ্যাম্পিয়ন ট্রফি নিতে অস্বীকার করে। গত এপ্রিলে পেহেলগামে সন্ত্রাসী হামলায় ভারতীয় পর্যটক নিহতের ঘটনায় দুই দেশের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছিল, যা খেলার মাঠেও প্রতিফলিত হয়।
ভারতীয় দলের এই অস্বীকৃতির পর নাকভি তার সিদ্ধান্তে অটল থাকেন। তিনি ট্রফি হস্তান্তর না করেই মাঠ ছেড়ে চলে যান এবং পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, ভারত যদি সত্যিই ট্রফি চায়, তবে তারা যেন আনুষ্ঠানিকভাবে এসিসির প্রধান কার্যালয় থেকে তা সংগ্রহ করে।
তিনি বলেন, আমি কোনো ভুল করিনি এবং বিসিসিআই’র কাছে ক্ষমা চাইব না।
নাকভির এই দৃঢ় অবস্থান পাকিস্তানে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। পাকিস্তানের অনেকে এটিকে জাতীয় মর্যাদা এবং সাহসের প্রতীক হিসেবে দেখছেন।
তাদের মতে, নাকভির এই কাজ চরম চাপের মুখেও দেশের সার্বভৌমত্ব ও মর্যাদাকে সমুন্নত রেখেছে।
পাকিস্তানের দৈনিক দ্য নেশন-এর প্রতিবেদন অনুসারে, এই সম্মাননা সাধারণত নৈতিক ও সাহসী পদক্ষেপের জন্য দেওয়া হয়।