ফুটবলপ্রেমীদের জন্য উত্তেজনায় ভরা সপ্তাহ। ইউরোপের সেরা পাঁচটি লিগে থাকছে একাধিক হাইভোল্টেজ ম্যাচ, যেখানে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব ও শিরোপার লড়াইয়ে থাকা দলগুলো।
চলুন জেনে নেওয়া যাক এই সপ্তাহের পাঁচটি ম্যাচ সম্পর্কে।
বায়ার্ন মিউনিখ বনাম আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট
বুন্দেসলিগায় বায়ার্ন মিউনিখ এখন দুর্দান্ত ছন্দে। এই দলটি এখন পর্যন্ত সব ম্যাচ জিতেছে এবং গোলের ঝড় তুলেছে, তাদের ঝুলিতে রয়েছে ২২ গোল ।
অপরদিকে ফ্রাঙ্কফুর্টও পিছিয়ে নেই, শেষ পাঁচ ম্যাচে তারা গোল করেছে ১৬টি। বরুশিয়া মুনশেনগ্লাডবাখের বিপক্ষে দশ গোলের রোমাঞ্চকর ম্যাচ জিতে এসেছে দলটি।
তবে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ৫-১ গোলের বড় হারের পর মাঠে নামবে তারা। তাই ম্যাচটিতে ঘটতে পারে যে কোনো অঘটন।
রিয়াল মাদ্রিদ বনাম ভিয়ারিয়াল
আতলেতিকোর কাছে বিধ্বংসী পরাজয়ের পর লা লিগায় ফের ঘুরে দাঁড়াতে মরিয়া রিয়াল মাদ্রিদ। শনিবার রাতে তারা সান্তিয়াগো বের্নাবেউয়ে মুখোমুখি হবে ভিয়ারিয়ালের।
লিগ টেবিলে বর্তমানে দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা এই দুই দলের লড়াই যে জমে উঠবে তা বলাই স্বাভাবিক। এর আগে, ভিয়ারিয়াল চ্যাম্পিয়নস লিগে জুভেন্টাসের সঙ্গে ড্র করেছে, তবে লা লিগায় এটাই তাদের প্রথম বড় পরীক্ষা।
এফসি পোর্তো বনাম বেনফিকা
পর্তুগিজ প্রিমেইরা লিগে এই ম্যাচটিকে ঘিরে তীব্র উত্তেজনা। নতুন কোচ হোসে মরিনহো বেনফিকার দায়িত্ব নেওয়ার পর প্রথম বড় চ্যালেঞ্জের মুখে। সাবেক ক্লাব পোর্তোর বিপক্ষে জয়ের মাধ্যমেই ঘুরে দাঁড়াতে চাইবেন তিনি।
বর্তমানে পোর্তো টানা নয় ম্যাচ জিতে শীর্ষে, অন্যদিকে বেনফিকা অপরাজিত থেকেও পিছিয়ে আছে চার পয়েন্টে। শিরোপার লড়াইয়ে এ ম্যাচটি গুরুত্বপূর্ণ মোড় ঘুরিয়ে দিতে পারে।
চেলসি বনাম লিভারপুল
ইংলিশ প্রিমিয়ার লিগের বড় লড়াইগুলোর একটি এই ম্যাচ। যদিও মৌসুমের শুরুটা দুই দলের জন্যই খুব ভালো যায়নি, তবুও চেলসি-লিভারপুল লড়াই মানেই ভক্তদের জন্য বাড়তি রোমাঞ্চ।
দুর্বল ডিফেন্স নিয়ে লড়াই করছে লিভারপুল, আর চেলসি নতুন কোচ এনজো মোরেস্কার অধীনে নিজেদের প্রমাণ করতে মরিয়া। শনিবারের ম্যাচটি তাই হতে পারে মৌসুমের টার্নিং পয়েন্ট।
জুভেন্টাস বনাম এসি মিলান
ইতালির সিরি’আ লিগের সবচেয়ে আলোচিত ম্যাচ এটি। শীর্ষে থাকা এসি মিলান দারুণ ফর্মে রয়েছে, টানা চার ম্যাচ জিতেছে তারা। অপরদিকে জুভেন্টাস টানা চার ম্যাচ ড্র করে কিছুটা ছন্দ হারিয়েছে।
টেবিলে দুই দলের মধ্যে ব্যবধান মাত্র এক পয়েন্ট। শিরোপা লড়াইয়ে নিজেদের অবস্থান শক্ত করতে চাইবে দুদলই।