চট্টগ্রামের কর্ণফুলী টানেলের ভিতরে যাত্রীবাহী একটি বাস উল্টে পাঁচজন আহত হয়েছেন। তবে দুর্ঘটনায় টানেলের কোনো কাঠামোগত ক্ষতি হয়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
শনিবার (৪ অক্টোবর) দুপুর ২টার দিকে টানেলের পতেঙ্গা প্রান্তে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা ও পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
আহতরা হলেন-ফয়সাল (৪৫), শাহজাদী (২১), ফরুক (৫০), রানি আক্তার (৩১) ও মুন্তাসির (১২)।
আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাহাতাব উদ্দিন চৌধুরী বলেন, টানেলের ভেতরে সড়ক দুর্ঘটনায় পাঁচজন আহত হয়ে হাসপাতালে আসেন। এর মধ্যে দুইজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন।
দুর্ঘটনার পর কিছু সময় যান চলাচল ধীরগতির হলেও বর্তমানে টানেলের ভেতরে স্বাভাবিকভাবে যান চলাচল করছে।