ছয় দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন জামালপুরের সরিষাবাড়ী উপজেলার স্বাস্থ্য সহকারীরা। এর ফলে আসন্ন টিসিভি (টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন) টিকা ক্যাম্পেইন, সম্প্রসারিত টিকাদান কর্মসূচিসহ (ইপিআই) সব ধরনের স্বাস্থ্য কার্যক্রম বন্ধ রয়েছে।
শনিবার (৪ অক্টোবর) সকালে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে এ কর্মবিরতি শুরু হয়।
এতে অংশ নেন বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের উপজেলা শাখার সদস্যসহ সাধারণ স্বাস্থ্য সহকারীরা।
সংগঠনের ছয় দফা দাবির মধ্যে রয়েছে- নিয়োগ বিধি সংশোধন, শিক্ষাগত যোগ্যতায় স্নাতক বিজ্ঞান সংযোজন, বেতন গ্রেড আপগ্রেডেশন করে ১৪তম গ্রেড প্রদান, ইন-সার্ভিস ডিপ্লোমার মাধ্যমে ১১তম গ্রেডে উন্নীতকরণ, টেকনিক্যাল পদমর্যাদা প্রদান এবং পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে উচ্চতর গ্রেড প্রদান।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. লুৎফর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আরিফুর রহমান। এ সময় বক্তব্য দেন সংগঠনের সরিষাবাড়ী উপজেলা শাখার উপদেষ্টা আনোয়ারুল কবির শামীম, যুগ্ম সাধারণ সম্পাদক মানিক মিয়া, মহিলা বিষয়ক সম্পাদিকা আয়েশা সিদ্দিকা, স্বাস্থ্য সহকারী হাসানুজ্জামান, জাকির হোসেন, কামরুল ইসলাম সহ আরও অনেকে।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ন্যায্য দাবি আদায়ের জন্য আন্দোলন করলেও এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত পাননি। অবশেষে বাধ্য হয়ে কর্মবিরতিতে যেতে হয়েছে।
তারা দ্রুত ছয় দফা দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত রাখার ঘোষণা দেন।