গাজীপুরে অভিযান চালিয়ে অবৈধ অস্ত্রসহ পাঁচ তরুণকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি ভর্তি একটি ম্যাগাজিন এবং একটি খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (২ অক্টোবর) রাত পৌনে ১০টার দিকে গাজীপুর সদর উপজেলার ভবানীপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে প্রথমে তিনজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে ময়মনসিংহের ভালুকা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে অভিযান চালিয়ে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ী এলাকার মোশারফ হোসেন মনসুরের ছেলে ইমরান হোসেন (২২), গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকার শহিদুল ইসলামের ছেলে আশিকুল ইসলাম (১৯), গাজীপুর মহানগরের লাগালিয়া দক্ষিণপাড়া এলাকার আলমগীর হোসেনের ছেলে মেহেদী হাসান ইমন (২৩), শ্রীপুর উপজেলার মুলাইদ গ্রামের বজলুর রশিদের ছেলে শাহারিয়ার রহমান সাদাফ (২২), কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার মানিক মিয়ার ছেলে মোজাম্মেল হাসান রোমান (২২)।
ডিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে গ্রেপ্তারকৃত শাহারিয়ার রহমান সাদাফের দেওয়া তথ্য অনুযায়ী শ্রীপুরের কাওরাইদ বাজার এলাকার আব্দুল খালেকের একটি টিনসেড বাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি ভর্তি একটি ম্যাগাজিন এবং একটি খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
ডিবি পুলিশের দাবি, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র ব্যবহার করে এলাকায় প্রভাব বিস্তার, মাদক ব্যবসা, চাঁদাবাজি, জমি দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তাঁদের মধ্যে মেহেদী হাসান ইমনের বিরুদ্ধে তিনটি এবং ইমরান হোসেনের বিরুদ্ধে সাতটি মামলা রয়েছে।
গাজীপুর জেলা গোয়েন্দা অফিসার ইনচার্জ মোহাম্মদ হাসমত উল্লাহ বলেন, ‘গ্রেপ্তারকৃতরা একটি সংঘবদ্ধ চক্রের সদস্য। তারা অবৈধ অস্ত্র দিয়ে এলাকায় ভয়ভীতি সৃষ্টি করত। তাদের দেওয়া তথ্য অনুযায়ী অস্ত্র ও গুলি উদ্ধার করা সম্ভব হয়েছে।’
এ ঘটনার বিষয়ে শ্রীপুর থানায় অস্ত্র আইনের ১৯ (এ) ধারায় মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেপ্তার পাঁচজনকে আদালতে সোপর্দ করা হয় বলে নিশ্চিত করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) গাজীপুর।