লক্ষ্মীপুরের কমলনগরে জমি নিয়ে বিরোধের জেরে এক নারীকে ঘরের ভেতর ঢুকে মারধর ও কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে দুই ভাশুরের বিরুদ্ধে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে তোরাবগঞ্জ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের হালিম চৌকিদার বাড়িতে এ ঘটনা ঘটে। আহত কোহিনুর বেগম (৫০) বর্তমানে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
কোহিনুর বেগম ওই বাড়ির মৃত কামাল উদ্দিনের স্ত্রী। অভিযোগে বলা হয়েছে, কামালের বড় ভাই আব্দুল আলী ও আব্দুল মতিন তাকে মারধর ও কুপিয়ে জখম করেছেন।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কোহিনুর সাংবাদিকদের বলেন, দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছে। ওই জমিতে বড় ভাশুর আব্দুল আলী জোর পূর্বক পাকা ভবন নির্মাণ করছেন। বিষয়টি আদালতে গেলে নিষেধাজ্ঞা জারি হয়। এরপরও নির্মাণকাজ চলতে থাকে। পুলিশ নিষেধ করলেও তা মানা হয়নি।
তিনি বলেন, আজকে তারা ছাদ ঢালাইয়ের প্রস্তুতি নিচ্ছিল। রাজমিস্ত্রি দিয়ে আমার বসতঘরের চালার টিন কেটে ফেলে। বাধা দিলে আলী ও মতিন ক্ষিপ্ত হয়ে তাদের লোকজন নিয়ে ঘরে ঢুকে ব্যাপক ভাঙচুর করে। আমাকে বেধড়ক মারধর করে। বাম হাতে কোপ দেয়, গলা টিপে হত্যার চেষ্টা করে।
কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সফিউর রহমান বলেন, কোহিনুরের হাতে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। গলায় আঘাতের দাগও দেখা গেছে।
এদিকে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত আব্দুল আলী বলেন, ঘটনার কিছুই ঘটেনি। সব সাজানো নাটক। নিজেই নিজের গায়ে আঘাত করে আমাদের বিপদে ফেলতে চাইছে।
আরেক অভিযুক্ত আব্দুল মতিন দাবি করেন, ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না। বাজারে ছিলেন।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, ঘটনাটি তাদের মৌখিকভাবে জানানো হয়েছে। লিখিত অভিযোগ দিলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

