ঢাকা বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

৭০৮ সরকারি কলেজকে চার ক্যাটাগরিতে ভাগ করে প্রজ্ঞাপন

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২৫, ০২:০১ এএম

দেশের ৭০৮টি সরকারি কলেজকে শিক্ষার্থী সংখ্যা, অনার্সের বিষয় সংখ্যা ও পাঠ্যক্রমের ভিত্তিতে চার ক্যাটাগরিতে ভাগ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

গতকাল মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি কলেজ শাখা থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়। এতে প্রশাসনিক প্রয়োজনে উচ্চ মাধ্যমিক, স্নাতক (পাস ও সাবসিডিয়ারি), স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর পর্যায়ের সরকারি কলেজগুলোকে চার ক্যাটাগরিতে বিভাজন করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

এতে দেখা যায়, ৮ হাজারের বেশি শিক্ষার্থী ও ১০টির বেশি বিষয়ে অনার্স কোর্স চালু থাকা ৮১টি কলেজ ‘এ’ ক্যাটাগরিতে স্থান পেয়েছে। ‘বি’ ক্যাটাগরিতে রয়েছে ৭৪টি কলেজ, যেগুলোর শিক্ষার্থীর সংখ্যা সাড়ে ৪ থেকে ৮ হাজার এবং অনার্সের বিষয় ৫টির বেশি। ‘সি’ ক্যাটাগরিতে স্থান পাওয়া ৭০৮টি সরকারি কলেজে, যাদের শিক্ষার্থীর সংখ্যা সাড়ে ৪ হাজারের কম এবং অনার্সের বিষয় ১ থেকে সর্বোচ্চ ৪টি। ‘ডি’ ক্যাটাগরিতে রয়েছে ১০৭টি সরকারি কলেজ, যেখানে শুধু উচ্চ মাধ্যমিক পর্যায় চালু আছে।