ঢাকা বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

বরিশালে পরিচয়হীন শিশুকে উদ্ধার, স্বজনদের খুঁজছে পুলিশ

রূপালী ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২৫, ০৬:৩৫ এএম

বরিশাল শহরের সিন্ডবি পোল–সংলগ্ন আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক এলাকার কাছ থেকে পরিচয়হীন এক শিশুকে উদ্ধার করেছে স্থানীয় বাসিন্দারা। শিশুটির বয়স আনুমানিক ৯ থেকে ১০ বছর। লাল গেঞ্জি ও নীল ট্রাউজার পরা অবস্থায় তাকে পড়ে থাকতে দেখা যায়।

উদ্ধারের পর শিশুটিকে বরিশাল কোতোয়ালি মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে শিশুটি এখনও স্পষ্ট করে কিছু বলতে পারছে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তার স্বজনদের খুঁজে বের করতে পুলিশের পক্ষ থেকে সাধারণ মানুষের সহযোগিতা চাওয়া হয়েছে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে থানায় দিয়েছেন। বর্তমানে শিশুটি পুলিশের হেফাজতে রয়েছে। কোথাও নিখোঁজ শিশু থাকলে অথবা কেউ তাকে চিনে থাকলে থানায় যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন তিনি।

যোগাযোগ:
মিজানুর রহমান
ওসি, কোতোয়ালি মডেল থানা, বরিশাল
মোবাইল: ০১৩২০০৬৫৮২৬