ঢাকা শনিবার, ০৪ অক্টোবর, ২০২৫

মান্দায় গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

মান্দা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ৪, ২০২৫, ০৯:৪২ পিএম
হত্যা মামলার প্রধান আসামি তাইজুল ইসলাম । ছবি- রূপালী বাংলাদেশ

নওগাঁর মান্দায় গৃহবধূ পাখি বেগম হত্যা মামলার প্রধান আসামি তাইজুল ইসলাম (২৩) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

র‌্যাবের সহযোগিতায় শুক্রবার (৩ অক্টোবর) রাতে রাজশাহী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত তাইজুল ইসলাম মান্দা উপজেলার পরানপুর মৎস্যজীবী পাড়ার জিয়ারুল ইসলামের ছেলে। আজ শনিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা মান্দা থানার উপপরিদর্শক (এসআই) ফজলুর রহমান জানান, আসামিকে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হয়েছে। তবে শুনানির তারিখ এখনো নির্ধারিত হয়নি।

মান্দা থানার ওসি আবু রায়হান বলেন, গৃহবধূ পাখি বেগম হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। মামলার অন্যান্য আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।