ঝিনাইদহে কাঠ বোঝাই আলমসাধু উল্টে খাদে পড়ে চালক রাসেল হোসেন (২৮) নিহত হয়েছেন।
শনিবার (৪ অক্টোবর) বিকাল ৪টার দিকে সদর উপজেলার পাগলাকানাই-কোটচাঁদপুর সড়কের আলামপুরে এই দুর্ঘটনা ঘটে।
নিহত রাসেল হোসেন চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার হাসাদাহ গ্রামের আব্দুল কাদেরের ছেলে।
প্রত্যক্ষদর্শী মাজেদুল হক জানান, ‘বিকাল ৪টার দিকে কাঠ বোঝাই একটি আলমসাধু ঝিনাইদহের দিকে যাচ্ছিল। রাস্তায় লাল্টুর বাড়ির পাশে তৈরি গর্ত পার হওয়ার সময় আলমসাধুটি উল্টে খাদে পড়ে যায়। এসময় চালক কাঠের নিচে চাপা পড়ে। তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’
স্থানীয় বেতাই-চন্ডিপুর পুলিশ ক্যাম্পের এসআই জাহাঙ্গীর আলম বলেন, ‘স্থানীয়রা আহত অবস্থায় আলমসাধু চালক রাসেল হোসেনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে শৈলমারী বাজারের কাছে পৌঁছালে তিনি মারা যান। তার মরদেহ বর্তমানে ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে রয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।’