মাত্র কয়েক দিনের জন্য বাংলাদেশে এসেছিলেন জুলিয়ান উড। এই অল্প সময়েই টাইগার ব্যাটারদের শিখিয়েছিলেন পাওয়ার হিটিংয়ের কৌশল। প্রত্যাশার চেয়েও ভালো কাজ করেও জুলিয়ান উডকে ধরে রাখার কোনো যুক্তি খুঁজে পেল না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আর সেই সুযোগটাই লুফে নিল শ্রীলঙ্কা ক্রিকেট। এক বছরের জন্য পাওয়ার হিটিং কোচ হিসেবে উডকে নিয়োগ দিয়েছে তারা।
গত আগস্টে নেদারল্যান্ডস সিরিজ ও এশিয়া কাপের আগে মাত্র তিন সপ্তাহের জন্য পাওয়ার হিটিং কোচ হিসেবে বাংলাদেশে এসেছিলেন উড । তার নিবিড় প্রশিক্ষণে সেই সময়ে টাইগার ব্যাটারদের ব্যাটিংয়ে উন্নতির আভাসও মিলেছিল।
তার কাজ দেখে তখনই গুঞ্জন ওঠে, উডকে যেন লম্বা সময়ের জন্য রেখে দেওয়া হয়। এমনকি উড নিজেও বাংলাদেশে কাজ করতে বেশ আগ্রহী ছিলেন।
তবে বিসিবির মনে হয়েছিল যে পাওয়ার হিটিং কোচকে এত লম্বা সময়ের জন্য রাখার কোনো কারণ নেই। উডকে দীর্ঘমেয়াদে ধরে রাখার ব্যাপারে তাই কোনো আগ্রহ দেখায়নি তারা। আর ঠিক এই সুযোগটিই কাজে লাগাল শ্রীলঙ্কা।
বাংলাদেশে গুরুত্ব না পেলেও লঙ্কানদের চোখে পড়েছিলেন জুলিয়ান উড। তার সঙ্গে দ্রুত যোগাযোগ করে তারা এবং উডও তাদের প্রস্তাব লুফে নেন।
এক বিবৃতিতে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড জানায়, ‘১ অক্টোবর থেকে পরবর্তী এক বছরের জন্য জুলিয়ান উডকে জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।’