ঢাকা শনিবার, ০৪ অক্টোবর, ২০২৫

মার্শের সেঞ্চুরিতে সিরিজ জিতল অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৪, ২০২৫, ০৭:১৯ পিএম
সিরিজ জয়ের পর ট্রফি নিয়ে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। ছবি- সংগৃহীত

ঘরের মাঠে অস্ট্রেলিয়ার কাছে দাঁড়াতেই পারল না নিউজিল্যান্ড। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচেও জয় তুলে নিয়ে ২-০ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিল সফরকারী অস্ট্রেলিয়া।

কিউইদের ১৫৭ রানের লক্ষ্য তারা করতে নেমে অস্ট্রেলিয়ান অধিনায়ক মিচেল মার্শের দুর্দান্ত সেঞ্চুরিতে সহজেই জয় পেল অজিরা।

শনিবার মাউন্ট মঙ্গানুইয়ে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে অস্ট্রেলিয়া ১২ বল হাতে রেখেই ৬ উইকেটের দারুণ জয় তুলে নেয়। এই জয়ের ফলে তিন ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে শেষ হলো (দ্বিতীয় ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল)।

১৫৭ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে অস্ট্রেলিয়ার শুরুটা ভালো ছিল না। মার্শ ছাড়া প্রথম ছয় ব্যাটারের মধ্যে পাঁচজনই আউট হন দশের নিচে।

তবে অন্য প্রান্তে একাই লড়েছেন অধিনায়ক মিচেল মার্শ। ওপেনিংয়ে নেমে এক প্রান্ত আগলে রেখে তিনি হাঁকান তার প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি সেঞ্চুরি।

মাত্র ৫০ বলে সেঞ্চুরি পূর্ণ করা মার্শ শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৫২ বলে ১০৩ রান করে। তার এই ইনিংসে ছিল ৮টি চার এবং ৭টি ছক্কার মার।

বল হাতে নিউজিল্যান্ডের জিমি নিশামের দুর্দান্ত পারফরম্যান্স (৪/২৬) মার্শের ব্যাটিং তাণ্ডবের কাছে বিফলে যায়।

এর আগে, টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৬ রানের মাঝারি সংগ্রহ দাঁড় করায় নিউজিল্যান্ড। কিউইদের হয়ে সর্বোচ্চ রান আসে টিম শেইফার্টের ব্যাট থেকে, যিনি ৩৫ বলে ৪৮ রান করেন।

অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন শন অ্যাবট, যিনি তুলে নেন ৩টি উইকেট।

ব্যাট হাতে ম্যাচ জেতানো ইনিংস এবং সিরিজজুড়ে ধারাবাহিক পারফর্ম্যান্সের জন্য মিচেল মার্শ হয়েছেন ম্যাচ সেরা এবং সিরিজ সেরা।