ঢাকা শনিবার, ০৪ অক্টোবর, ২০২৫

দাবি না মানলে ক্রিকেট বর্জনের হুঁশিয়ারি

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ৪, ২০২৫, ০৫:৩০ পিএম
মোহামেডান স্পোর্টিং ক্লাবের কার্যালয়ে সংবাদ সম্মেলন। ছবি- সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন যতই ঘনিয়ে আসছে, ততই বাড়ছে নাটকীয়তা। আগামী ৬ অক্টোবরের নির্বাচনকে ‘প্রহসন’ আখ্যা দিয়ে এটিকে বিতর্কিত করার অভিযোগ তুলেছেন প্রার্থিতা প্রত্যাহার করা সংগঠকরা।

শনিবার (৪ অক্টোবর) মোহামেডান স্পোর্টিং ক্লাবের কার্যালয়ে এক সংবাদ সম্মেলন থেকে তারা তিন দফা দাবি উত্থাপন করেছেন। এবং দাবি না মানলে বিসিবির পরবর্তী সকল ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্টে অংশ না নেওয়ার কঠোর হুঁশিয়ারি দিয়েছেন।

তামিম ইকবালসহ ইতোমধ্যে ১৭ জন হেভিওয়েট প্রার্থীর মনোনয়ন প্রত্যাহারের ঘটনায় নির্বাচন ঘিরে তৈরি হয়েছে তীব্র অসন্তোষ।

মোহামেডানের কাউন্সিলর মাসুদুজ্জামান সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, বিসিবি নির্বাচনের নামে প্রহসন হচ্ছে, যা বিশ্বে বাংলাদেশের ক্রিকেটকে বিতর্কিত করছে। ৬ অক্টোবর প্রশ্নবিদ্ধ নির্বাচন আয়োজন করলে ইতিহাস কলঙ্কিত হবে।

সংগঠকদের ৩ দফা দাবি

১. পরিচালনা পর্ষদ নির্বাচনের সময় বৃদ্ধি (পেছানো) করা।

২. অ্যাডহক কমিটির মাধ্যমে নির্বাচন আয়োজন করা।

৩. বর্তমান নির্বাচন কমিশন বা নতুন গঠিত কমিশনের মাধ্যমে পুনরায় তফসিল ঘোষণার মাধ্যমে সবার অংশগ্রহণ নিশ্চিত করা।

নির্বাচন নিয়ে গুরুতর অভিযোগ

জেলা ও বিভাগীয় কাউন্সিলর তালিকায় সরকারি হস্তক্ষেপ।

আবাহনী-মোহামেডানের মতো বড় ক্লাবের কাউন্সিলরদের নির্বাচন বর্জন।

বিসিবি সভাপতির ‘একক হস্তক্ষেপে’ কাউন্সিলরদের যোগ্যতার ক্যাটাগরি নির্ধারণ।

নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পর সাবেক বোর্ড সভাপতি ফারুক আহমেদের কাউন্সিলরশিপ গ্রহণ।

১৫টি ক্লাবকে কাউন্সিলরশিপ না দেওয়া।

জেলা-বিভাগীয় কাউন্সিলরদের ‘আটকে রাখা’।

সংগঠকরা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ৫ অক্টোবরের মধ্যে যদি তাদের এই দাবিগুলো মেনে নেওয়া না হয়, তবে তারা বৃহত্তর অসহযোগ আন্দোলনের ডাক দেবেন। সেই সঙ্গে আসন্ন ঘরোয়া ক্রিকেটেও অংশ না নেওয়ার চরম হুঁশিয়ারি দিয়েছেন।