আসন্ন আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে (ওডিআই) সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন ডানহাতি তরুণ ব্যাটার সাইফ হাসান।
অপরদিকে, প্রায় দুই বছর পর জাতীয় দলের ওডিআই ফরম্যাটে ফিরেছেন উইকেটরক্ষক-ব্যাটার নুরুল হাসান সোহান।
তরুণ সাইফ হাসান এর আগেও টি-টোয়েন্টি দলে সুযোগ পেয়েছিলেন এবং সম্প্রতি এশিয়া কাপের সুপার ফোর পর্বে শ্রীলঙ্কা ও ভারতের বিরুদ্ধে যথাক্রমে ৬১ ও ৬৯ রানের দুর্দান্ত ইনিংস খেলে নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছেন।
অন্যদিকে, নুরুল হাসান সোহান আফগানিস্তানের বিপক্ষে সিরিজে তার অবদানের জন্য আবারও নির্বাচকদের আস্থা অর্জন করেছেন।
এবারের ওডিআই দলে সুযোগ হয়নি ওপেনার লিটন দাস-এর। এশিয়া কাপ চলাকালীন পেশীর চোটে ভুগছিলেন তিনি এবং বর্তমানে সেই চোট থেকে সুস্থ হয়ে ওঠার প্রক্রিয়ায় আছেন।
গত জুলাইয়ে আফগানিস্তানের বিপক্ষে খেলা ওডিআই দলের সদস্য পারভেজ হোসেন ইমন এবার দল থেকে বাদ পড়েছেন। এবং দলের প্রস্তুতিতে সামান্য বিঘ্ন ঘটিয়েছে কিছু খেলোয়াড়ের ভিসা জটিলতা।
চলমান টি-২০ সিরিজের জন্য ঘোষিত স্কোয়াডের সৌম্য সরকারও ভিসা সংক্রান্ত সমস্যার কারণে শারজাহে দলের সাথে যোগ দিতে পারেননি, যদিও তিনি ওডিআই দলে নেই।
বাংলাদেশ ওডিআই দল
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান, মোহাম্মদ নাঈম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, জাকার আলী, শামীম হোসেন, নুরুল হাসান (উইকেটরক্ষক), রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান, হাসান মাহমুদ, নাহিদ রানা।
আফগানিস্তানের বিপক্ষে আগামী ৮, ১১ ও ১৪ অক্টোবর আবুধাবিতে তিন ম্যাচের ওডিআই সিরিজে মুখোমুখি হবে টাইগাররা।