মাইনর লিগ টি-২০ ক্রিকেটে আবারও নিজের অলরাউন্ড নৈপুণ্যে জ্বলে উঠলেন বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান। তার বিধ্বংসী ব্যাটিং এবং নিখুঁত বোলিংয়ের সুবাদে বাল্টিমোর রয়্যালসকে ৯১ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে আটলান্টা ফায়ার। ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য ম্যাচসেরার পুরষ্কার উঠেছে সাকিবের হাতে।
টসে হেরে প্রথমে ব্যাটিংয়ে নামে আটলান্টা ফায়ার, শুরুটা কিছুটা নড়বড়ে হলেও দ্বিতীয় উইকেটে ঋষি পান্ডে ও পল পালমার জুটি দলের হাল ধরেন। পান্ডের ৬৬ রানের ঝলমলে ইনিংস এবং পালমারের ২৬ বলে ৩০ রান দলের ভিত গড়ে দেয়।
শেষদিকে ব্যাট হাতে আসল ঝড় তোলেন সাকিব আল হাসান। মাত্র ১৬ বলে অপরাজিত ৩০ রানের একটি ঝড়ো ইনিংস খেলে দলকে ৪ উইকেটে ১৭৫ রানের বড় সংগ্রহে পৌঁছে দেন।
ইনিংসের শেষ ওভারে আদিল ভাট্টির বিপক্ষে টানা দুটি চার ও দুটি ছক্কা হাঁকিয়ে তিনি একাই ২২ রান তুলে নেন।
১৭৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই বিপর্যয়ে পড়ে বাল্টিমোর রয়্যালস। ওপেনার অগ্নি চোপড়া ছাড়া আর কোনো ব্যাটারই দুই অঙ্কের রান ছুঁতে পারেননি।
প্রতিপক্ষের ব্যাটিং লাইন-আপকে গুঁড়িয়ে দেওয়ার কাজটা শুরু করেন স্বয়ং সাকিব আল হাসান।
বোলিংয়ে এসে প্রথম ওভারেই তিনি উইকেট শিকার করেন। এরপর ফের আঘাত হেনে আরও দুই ব্যাটারকে প্যাভিলিয়নে ফেরান।
শেষ পর্যন্ত মাত্র ৩.১ ওভার বল করে তিনি ৬ রানের বিনিময়ে তুলে নেন ৩টি গুরুত্বপূর্ণ উইকেট। বাল্টিমোর রয়্যালস সাকিবের বোলিং তোপে মাত্র ১৫ ওভারেই ৮৪ রানে অল-আউট হয়ে যায়।
স্কোরকার্ড
আটলান্টা ফায়ার: ১৭৫/৪ (২০ ওভার) – ঋষি পান্ডে ৬৬, সাকিব ৩০*, পল পালমার ৩০।
বাল্টিমোর রয়্যালস: ৮৪ (১৫ ওভার) – সাকিব ৩/৬, আনশ প্যাটেল ৪ উইকেট।
ফল: আটলান্টা ফায়ার জয়ী ৯১ রানে।