ঢাকা বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫

‘সোলজার’ কোনো কপি সিনেমা না: শাকিব খান

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ২০, ২০২৫, ০৭:২০ পিএম
শাকিব খান। ছবি- সংগৃহীত

বলিউড কিং শাহরুখ খানের সিনেমাকে কপি করে ঢালিউড কিং শাকিব খানের ‘সোলজার’ নির্মিত হচ্ছে বলে অভিযোগ ভারতের একটি প্রথমসারির গণমাধ্যমের। 

তাদের প্রতিবেদনে বলা হয়েছে, শাকিব খানের ‘সোলজার’ সিনেমার চিত্রনাট্য একেবারে শাহরুখ খানের জনপ্রিয় সিনেমা ‘জাব তাক হ্যায় জান’-এর আদলে তৈরি হচ্ছে। মিল শুধু নায়কের সঙ্গে নয়, শাহরুখের সিনেমাতে ক্যাটরিনা কাইফ ও আনুশকা শর্মার মতো দুই নায়িকা ছিলেন। তেমনি শাকিবের এই সিনেমাতেও রয়েছেন দুই নায়িকা—তানজিন তিশা ও জান্নাতুল ফেরদৌস ঐশী।

তবে তাদের অভিযোগ উড়িয়ে দিয়েছেন সেরা নায়ক খ্যাত শাকিব খান। তিনি দৈনিক রূপালী বাংলাদেশকে বলেন, ‘তাদের দাবি সঠিক না। তারা কেন এমন দাবি করছেন তা আমি জানি না। তবে সোলজার কোনো কপি সিনেমা না।’

আগামী ডিসেম্বরে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। বর্তমানে সিনেমাটির কাজ শেষের দিকে। এই সিনেমায় শাকিব খানকে একজন দেশপ্রেমিক অফিসারের চরিত্রে দেখা যাবে বলে জানা গেছে।