ঐতিহ্যবাহী শতবর্ষী সোনাগাজী ইসলামিয়া কামিল মাদ্রাসার অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নির্বাচনে সভাপতি পদে মাওলানা আবুল কাশেম ও সাধারন সম্পাদক মোহাম্মদ আলী ফরহাদ নির্বাচিত হয়েছেন।
শনিবার (৪ অক্টোবর) সকালে মাদ্রাসা কক্ষে সাবেক ছাত্রদের প্রত্যক্ষ ব্যালটের মাধ্যমে উৎসব মুখর পরিবেশে নির্বাচনের ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।
নির্বাচন পরিচালনা করেন, প্রধান কমিশনার হিসেবে মাদ্রাসার সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ হোসাইন এবং সহকারী নির্বাচন কমিশনার হিসাবে শিক্ষক নেতা মাষ্টার বেলায়েত হোসেন ও মাষ্টার আলমগীর কবির।
প্রত্যক্ষ ব্যালটের মাধ্যমে নির্বাচনে ৮২ ভোটারের মধ্যে ৭৬ ভোট পেয়ে মাদ্রাসার সাবেক ছাত্র মাওলানা আবুল কাশেম সভাপতি এবং ৫৩ ভোট পেয়ে মোহাম্মদ আলী ফরহাদ সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন।
নির্বাচিত সভাপতি আবুল কাশেম ও সাধারন সম্পাদক মোহাম্মদ আলী ফরহাদ বলেন, এটি সোনাগাজীর প্রধান ঐতিহ্যবাহী দ্বীনই প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের সুনাম ও সুখ্যাতি আমাদের কার্যক্রম পরিচালনার ওপর নির্ভর করবে। আপনারা আমাদের ওপর যে আস্থা রেখেছেন আমরা যেন অক্ষরে অক্ষরে পালন করতে পারি। সেই দোয়া কামনা করছি।