ঢাকা সোমবার, ০৬ অক্টোবর, ২০২৫

আফগানদের হোয়াইটওয়াশ করতে বাংলাদেশের দরকার ১৪৪ রান

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৫, ২০২৫, ১০:২৬ পিএম
বাংলাদেশ ও আফগানিস্তান দলের অধিনায়ক। ছবি -সংগৃহীত

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে হোয়াইটওয়াশ এড়ানোর লড়াইয়ে ব্যাট হাতে সুবিধা করতে পারেনি আফগানিস্তান। বাংলাদেশের বোলারদের দাপটে মাত্র ১৪৩ রানেই থেমে যায় সফরকারী দলের ইনিংস। ফলে সিরিজে ৩-০ ব্যবধানে জয় নিশ্চিত করতে এখন বাংলাদেশের প্রয়োজন মাত্র ১৪৪ রান।

শারজা ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের শেষ ম্যাচে টস হেরে ব্যাট করতে নামে আফগানিস্তান। শুরুটা ছিল বেশ ভালোই- শরিফুল ইসলাম ও নাসুম আহমেদের প্রথম দুই ওভার থেকে বিনা উইকেটে ২০ রান তোলে তারা। তবে তৃতীয় ওভারে ম্যাচের চিত্র বদলে দেন শরিফুল। ইনিংসের প্রথম উইকেট হিসেবে ফেরান ওপেনার ইব্রাহিম জাদরানকে (৭)। পরের ওভারে আরেক ওপেনার রহমানউল্লাহ গুরবাজকেও (১২) সাজঘরে ফেরান নাসুম আহমেদ।

এরপর তিন নম্বরে নামা সেদিকউল্লাহ আতাল কিছুটা প্রতিরোধের চেষ্টা করেন। ২৩ বলে একটি চার ও একটি ছক্কায় ২৮ রান করেন তিনি। তবে অফ স্টাম্পের বাইরের বলে ড্রাইভ করতে গিয়ে তানজিম সাকিবের হাতে ক্যাচ দেন মোহাম্মদ সাইফউদ্দিনের বলে।

আফগান ব্যাটিংয়ের একমাত্র উজ্জ্বল দিক ছিলেন দারউইশ রাসুলি। পাঁচে নেমে ২৯ বলে ৩২ রানের একটি কার্যকর ইনিংস খেলেন তিনি। মুজিব উর রেহমানকে সঙ্গে নিয়ে নবম উইকেটে ৩৪ রানের একটি জুটি গড়েন, যা ইনিংসের সর্বোচ্চ পার্টনারশিপ। তবে সেটিও দলকে বড় সংগ্রহ এনে দিতে যথেষ্ট ছিল না।

বাংলাদেশি বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন মোহাম্মদ সাইফউদ্দিন। তিনি ৩ ওভারে মাত্র ১৫ রান দিয়ে শিকার করেন ৩টি উইকেট। নাসুম আহমেদ ও সাকিব আল হাসান নেন ২টি করে উইকেট। এছাড়া শরিফুল ইসলাম ও তানজিম সাকিবও ভালো নিয়ন্ত্রিত বোলিং করেন।

২০ ওভার শেষে আফগানিস্তানের সংগ্রহ দাঁড়ায় ৯ উইকেটে ১৪৩ রান। এখন হোয়াইটওয়াশ নিশ্চিত করতে বাংলাদেশের লক্ষ্য ১৪৪ রান।

বিশ্লেষণ ও সম্ভাবনা

এমন সহজ লক্ষ্য তাড়া করতে গিয়ে যদি বাংলাদেশ পরিকল্পিত ব্যাটিং করে এবং চাপমুক্ত থেকে ইনিংস গড়ে তোলে, তাহলে জয় পাওয়া কঠিন কিছু হওয়ার কথা নয়। আগের দুই ম্যাচের ধারাবাহিকতা বজায় রাখতে পারলে বাংলাদেশ স্বচ্ছন্দেই সিরিজে ৩-০ ব্যবধানে জয় তুলে নিতে পারে।