ঢাকা সোমবার, ০৬ অক্টোবর, ২০২৫

কর্মবিরতি

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ৬, ২০২৫, ০১:৩৪ এএম

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় স্বাস্থ্য সহকারীরা টানা ৫ দিন ধরে ৬ দফা দাবিতে কর্মবিরতি পালন করছেন। গতকাল রোববার সকাল থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে তারা অবস্থান নিয়ে কর্মসূচি চালিয়ে যান। এতে উপজেলার টিকাদান ও প্রাথমিক স্বাস্থ্যসেবা কার্যক্রম বন্ধ রয়েছে। গত পহেলা অক্টোবর থেকে তারা এ কর্মবিরতি পালন করছেন। দাবিগুলোর মধ্যে রয়েছে নিয়োগবিধি সংশোধন, স্নাতক যোগ্যতার ভিত্তিতে ১৪তম গ্রেড প্রদান, ইন-সার্ভিস ডিপ্লোমাধারীদের ১১তম গ্রেডে উন্নীতকরণ, বেতন বৈষম্য নিরসন ও টেকনিক্যাল পদমর্যাদা নিশ্চিত করা। কর্মবিরতিতে অংশকারীরা দ্রুত দাবি বাস্তবায়নের আহ্বান জানান।