ঢাকা সোমবার, ০৬ অক্টোবর, ২০২৫

যুবকের মৃত্যুদন্ড

বরিশাল ব্যুরো
প্রকাশিত: অক্টোবর ৬, ২০২৫, ০১:৫৯ এএম

স্ত্রীকে হত্যার পর মরদেহ গুম করার দায়ে সোহরাব হোসেন আকন নামের এক যুবককে মৃত্যুদ- দিয়েছেন আদালত। গতকাল রোববার বরিশালের নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মুহা. রকিবুল ইসলাম এই আদেশ দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়। ট্রাইব্যুনালের পেশকার আজিবর রহমান জানান, এর আগেও দ্বিতীয় স্ত্রীকে হত্যার দায়ে মুলাদীর তয়কা গ্রামের মো. লাল মিয়ার ছেলে সোহরাবকে আরও একটি মামলায় মৃত্যুদ- দিয়েছেন আদালত। আদালত সূত্রে জানা গেছে, সোহরাব তার তৃতীয় স্ত্রী লিমা বেগমকে ২০১৩ সালের ১ ডিসেম্বর হত্যা করে মরদেহ গুম করেন। এর পর থেকে লিমার সন্ধান পাওয়া যায়নি। তিনি মুলাদী পৌর শহরের তেরচর গ্রামের হোসেন পাটওয়ারীর মেয়ে। লিমার বোন ডলি বেগম ২০১৪ সালের ১৪ জানুয়ারি হত্যা ও গুমের মামলা করেন।