বিশ্ব শিক্ষক দিবসে ‘শিক্ষক পেশা, মিলিত প্রচেষ্টার দীপ্তি ও শিক্ষকসংকটে নেতৃত্বদান, ভবিষ্যতের পুনর্নির্মাণ’ প্রতিপাদ্যে পিরোজপুরে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বেলা ১১টায় জেলা প্রশাসন ও জেলা শিক্ষা পরিবার এবং আদর্শ শিক্ষক ফেডারেশনের জেলা শাখার আয়োজনে শহরের সার্কিট হাউস থেকে র্যালিটি শুরু হয়। এটি প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে দুপুর ১২টায় জেলা প্রশাসনের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান। বক্তারা বলেন, শিক্ষকেরা জাতির মেরুদ-। একটি দেশের উন্নয়ন ও অগ্রগতির ভিত্তি হচ্ছে মানসম্পন্ন শিক্ষা, আর সেই শিক্ষার মূল চালিকাশক্তি শিক্ষক সমাজ। শিক্ষার গুণগত মান বৃদ্ধি ও সুশিক্ষিত প্রজন্ম গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।