নোয়াখালীর চাটখিলে পর্তুগালের নাগরিক তাহেরা বেগম হত্যায় জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। একইসঙ্গে মামলাটি থানা পুলিশ থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (পিআইবি) হস্তান্তরের দাবি জানিয়েছেন তারা।
সোমবার (১২ মে) বিকেলে চাটখিল উপজেলার খিলপাড়া বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে খিলপাড়া বাজারের ব্যবসায়ী সমিতি, স্থানীয় বিএনপি, জামায়াতে ইসলামি, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, হেফাজতে ইসলাম বাংলাদেশ, খিলপাড়ার সর্বস্তরের ছাত্র-জনতা ও খিলপাড়া ব্লাড ডোনেট ক্লাব অংশ নেয়।
মানববন্ধনে বক্তব্য দেন নিহত তাহেরা বেগমের ছেলে ও বাজারের ব্যবসায়ী তারেক বিন ইসলাম, চাটখিল উপজেলা জামায়াতের আমির মাওলানা মহি উদ্দিন হাসান, সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা সাইফুল ইসলাম কিরণ, ইসলামী আন্দোলনের উপজেলা সাধারণ সম্পাদক আব্দুল কাদের, হেফাজতে ইসলামের মাওলানা ফরিদ উদ্দিন, ব্লাড ডোনেট ক্লাবের মেহেদী বকসীসহ অনেকে।
তারেক বিন ইসলাম জানান, তার মা হত্যার সাত দিন পেরিয়ে গেলেও পুলিশ এখনো জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। এতে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ করেন তিনি। মামলাটি পিবিআইয়ে স্থানান্তরের দাবি জানান তিনি।
উল্লেখ্য, গত ৭ মে রাত সাড়ে তিনটার দিকে তাহাজ্জুদের নামাজ পড়তে উঠলে নিজ ঘরে দুষ্কৃতিকারীদের ছুরিকাঘাতে নিহত হন তাহেরা বেগম (৬৫)। তিনি নোয়াখালীর চাটখিল উপজেলার খিলপাড়া গ্রামের আব্দুর রব মুন্সী বাড়ির মৃত আব্দুল মতিনের স্ত্রী। নিহত তাহেরা দুই ছেলে ও এক মেয়ের জননী ছিলেন।
পরিবার সূত্রে জানা যায়, তিনি গত ২৭ জানুয়ারি রমজান ও ঈদুল আজহা পরিবারের সঙ্গে কাটাতে দেশে আসেন এবং আগামী ১৭ জুলাই পর্তুগালে ফিরে যাওয়ার কথা ছিল।