ঢাকা বুধবার, ০১ অক্টোবর, ২০২৫

বজ্রপাতে প্রাণ গেল স্বামী-স্ত্রীর

কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ১, ২০২৫, ০৯:৫০ এএম
বজ্রাপাতে মৃত্যু। প্রতীকী ছবি

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় বজ্রাপাতে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার সীমান্তবর্তী দুর্গম সাহেবের আলগা ইউনিয়নে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন-কৃষক জাহাঙ্গীর হোসেন (৪২) ও তার স্ত্রী রুবি বেগম (৩৫)।

সাহেবের আলগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাফফর হোসেন জানান, মঙ্গলবার সন্ধ্যা থেকে হঠাৎ ঝড়-বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এ সময় ঘরে অবস্থানকালে বজ্রাঘাতে ঘটনাস্থলেই প্রাণ হারান জাহাঙ্গীর ও রুবি।

উলিপুর থানার ওসি জিল্লুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এলাকা দুর্গম হওয়ায় পৌঁছাতে কিছুটা সময় লাগছে।