রাঙ্গামাটির লংগদু উপজেলায় ঝড়ের কবলে পড়ে নৌকাডুবির ঘটনায় মা-ছেলের মরদেহ উদ্ধার হয়েছে। নিখোঁজ রয়েছে আরও এক শিশু।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে উপজেলার গুলশাখালী থেকে আত্মীয়ের বাড়ি থেকে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। বুধবার সকালে শিরিন আক্তার (৪০) নামের এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। এর আগে রাতেই তার ছেলে রানা (৭)-এর মরদেহ পাওয়া যায়। তবে শিরিনের আরেক ছেলে মাসুম (৫) এখনও নিখোঁজ রয়েছে।
স্থানীয় শিক্ষক মো. সোহেল কবির জানান, ওই নৌকায় পাঁচজন ছিলেন। ঝড়ে নৌকাটি ডুবে গেলে স্থানীয়রা একজন নারীকে জীবিত উদ্ধার করেন। পরে রানা নামে এক শিশুর মরদেহ কচুরিপানার ভেতর থেকে উদ্ধার হয়।
লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহাঙ্গীর হোসাইন জানান, ঝড়ে বিভিন্ন স্থানে নৌকাডুবির ঘটনা ঘটে। গুলশাখালীতে নিহত হন মা-ছেলে। নিখোঁজ শিশুকে উদ্ধারে সেনাবাহিনী ও স্থানীয়রা কাজ করছে। বুধবার সকাল থেকে রাঙ্গামাটি থেকে আসা একটি ডুবুরি দলও তল্লাশিতে অংশ নিয়েছে।