ঢাকা শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫

খালেদা জিয়ার সুস্থতা কামনায় ছাত্রদল সম্পাদকের আবেগঘন বার্তা

রূপালী ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২৫, ০৩:৩৩ এএম
খালেদা জিয়া ও নাছির উদ্দিন নাছির। ছবি : সংগৃহীত

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনা করে আবেগঘন বার্তা দিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। 

শুক্রবার (২৮ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘আপনার সুস্থতায় সাহস পায় বাংলাদেশ।’

পোস্টে নাছির উদ্দীন নাছির বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থার আপডেট জানার অপেক্ষায় শুধু দল নয়, সাধারণ মানুষও অস্থির। 

তিনি লেখেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার খবরের জন্য পুরো দেশ উন্মুখ। আমাদের আবেগ-অনুভূতি ও প্রার্থনা আর উৎকণ্ঠা, সবকিছুই আপনাকে ঘিরে।’

খালেদা জিয়ার রাজনৈতিক ভূমিকার প্রসঙ্গ টেনে নাছির আরও লেখেন, ‘আপনি কখনো দেশ ও দেশের মানুষকে ছেড়ে যাননি। এ দুঃসময়ে আপনাকে আরও বেশি প্রয়োজন।’ 

তার ভাষায়, ‘আমাদের সমগ্র হৃদয়জুড়ে একটাই উচ্চারণ, সেরে উঠুন গণতন্ত্রের মাঞ্চিত্রে বেগম খালেদা জিয়া।’

খালেদা জিয়ার শারীরিক অবনতি ও হাসপাতালে ভর্তি হওয়ায় বিএনপির ভেতরে যেমন উদ্বেগ বাড়ছে, সমর্থকদের মধ্যেও তেমনি দোয়া ও অপেক্ষার মনোভাব স্পষ্ট হচ্ছে।