ঢাকা বুধবার, ০১ অক্টোবর, ২০২৫

শেরপুরে জাকের পার্টির র‍্যালি ও জনসভা

শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২৫, ১০:৩৯ পিএম
শেরপুরের জাকের পার্টির র‍্যালি অনুষ্ঠিত। ছবি- রূপালী বাংলাদেশ

জাকের পার্টির চেয়ারম্যানের নির্দেশে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশব্যাপী জনজীবনের শান্তি, শৃঙ্খলা, স্থিতিশীলতা, সাম্য, প্রগতি, গণতন্ত্রের অগ্রগতি এবং স্বাধীনতার সার্বভৌমত্ব ও অখণ্ডতা সুসংহতকরণের লক্ষ্যে শেরপুরের লছমনপুর ইউনিয়ন শাখার আয়োজনে জনসভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে লছমনপুর ইউনিয়নের কুসুমহাটি কাঁচাবাজারে এ জনসভা অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন শাখার সভাপতি এসএম জালাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকের পার্টির ময়মনসিংহ বিভাগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আজাহারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা শাখার সভাপতি শামিম আহম্মেদ, সাধারণ সম্পাদক হজরত আলীসহ জেলা ও থানা পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, জাকের পার্টির সম্মানিত চেয়ারম্যানের নির্দেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেওয়া হবে। জাকের পার্টিই একমাত্র রাজনৈতিক দল, যারা চাঁদাবাজি করে না, বরং নিজের পকেটের টাকা খরচ করে দল পরিচালনা করে।

তারা আরও বলেন, গোলাপ ফুল প্রতীকে ভোট দিয়ে জাকের পার্টিকে বিজয়ী করতে হবে, যাতে দেশে সত্যিকার শান্তি, নৈতিকতা ও ইসলামি মূল্যবোধ প্রতিষ্ঠা করা যায়।

আলোচনা সভা শেষে কুসুমহাটি বাজারে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়, যাতে জাকের পার্টির নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।