ঢাকা বুধবার, ০১ অক্টোবর, ২০২৫

যুব অর্থনীতিবিদ সমিতির  সভাপতি জামাল, সম্পাদক তুহিন

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২৫, ১১:৫৯ পিএম

বাংলাদেশ যুব অর্থনীতিবিদ সমিতির কার্যনির্বাহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ জামাল আবু নাসের ও সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম তুহিন। গত শুক্রবার রাজধানীর একটি রেস্তোরাঁয় এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নবগঠিত কমিটি আগামী ২০২৬-২৭ মেয়াদে দায়িত্ব পালন করবে। সংগঠনটির প্রচার সম্পাদক শেখ জাহিদুল ইসলাম স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়। 

কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মো. মজিবুর রহমান, আবু মনসুর মোহাম্মদ সাইদুজ্জামান ও মো. নাজিম-উদ-দৌলা। কোষাধ্যক্ষ অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম, যুগ্ম সম্পাদক মাসুদ কাজী, সাংগঠনিক সম্পাদক মো. আলতাফ হোসেন, সহ-সম্পাদক মো. আশিকুর রহমান ও মো. মারুফুল ইসলাম, প্রচার সম্পাদক শেখ জাহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক মো. মোজাহিদ কবির রুমন।

কার্যনির্বাহী সদস্য হয়েছেন, মো. আবুল খায়ের, মো. মাহমুদুল হাসান, মো. আইয়ুব আলী, মো. ইসমাইল, কাজী আসিফুল ইসলাম, মো. জালাল উদ্দিন, নুর নাহার সোমা, ফরিদা আক্তার ও ফারজানা ইসলাম।