শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও পুঁজিবাজারে টানা চার দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের সূত্র অনুযায়ী, ১ অক্টোবর নির্বাহী আদেশে সাধারণ ছুটি থাকবে। এরপর ২ অক্টোবর, বৃহস্পতিবার বিজয়া দশমী উপলক্ষে আরেক দিন ছুটি থাকবে। ৩ ও ৪ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক বন্ধ থাকায় মোট চার দিন আর্থিক খাতের কার্যক্রম বন্ধ থাকবে। ছুটি শেষে আগামী ৫ অক্টোবর থেকে ব্যাংক ও পুঁজিবাজারে স্বাভাবিক লেনদেন শুরু হবে।