ঢাকা বুধবার, ০১ অক্টোবর, ২০২৫

ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স পিএলসির ৩৫% নগদ লভ্যাংশ অনুমোদন

রূপালী ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১, ২০২৫, ০১:৫৩ এএম

ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স পিএলসির ৪০তম বার্ষিক সাধারণ সভা গতকাল মঙ্গলবার ভার্চুয়াল প্ল্যাটফর্মে  অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কোম্পানির পরিচালক কাজী মাহমুদা জামান। সভায় সাবেক চেয়ারম্যান তোফাজ্জল হোসেন, পরিচালক মতিউর রহমান, মো. শহীদুল ইসলাম চৌধুরী, বিলকিস নাহার, এ এস এম মাঈনুদ্দিন মোনেম, ডা. শামীম খান, মাশফিকুর রহমান, নাহরীন রহমান, রাজিয়া সুলতানা, মামুনুর রশীদ, কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন, এডিশনাল এমডি মো. খসরু চৌধুরী, ডিএমডি অ্যান্ড সিএফও প্রবীর চন্দ্র দাস এফসিএ ও কোম্পানি সচিব মো. আব্দুল ওহাব মিয়ান ভার্চুয়ালী অংশ নেন। সভায় কোম্পানির বিপুলসংখ্যক শেয়ারহোল্ডার সংযুক্ত হন। সংযুক্ত শেয়ারহোল্ডাররা তাদের বক্তব্যে কোম্পানির বর্তমান অগ্রগতি ও সাফল্যের জন্য পরিচালনা পর্ষদকে ধন্যবাদ জ্ঞাপন করেন। সভায় শেয়ারহোল্ডাররা সর্বসম্মতিক্রমে ২০২৪ সালের জন্য প্রতিটি ১০ টাকা মূল্যমানের শেয়ারের বিপরীতে ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেন। সভাপতির বক্তব্যে পরিচালক কাজী মাহমুদা জামান সংযুক্ত শেয়ারহোল্ডার, পরিচালক ও উদ্যোক্তাদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে কোম্পানির অগ্রযাত্রা অব্যাহত রাখার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।